বৃষ্টি কারো কারোর জন্য রোমাঞ্চকর নয়
লিখেছেন লিখেছেন আলিমুল রাজি ২৬ মে, ২০১৩, ০৫:৪৯:২৯ সকাল
বৃষ্টি নামে নামে, উল্টো দিকে বাতাস
আরও জোরে টানো তোমার ত্রিচক্রযান;
ঘরে তোমার অন্নহীন স্ত্রীসন্তান।
রিমঝিম বৃষ্টি, বেনারশি শাড়ির শো রুম
গা ঘেসে দাঁড়িয়েছে শিশু, নোংরা পোশাক
তাড়িয়ে দিয়েছে, ভেজা বই খাতা, অঝোরে কাদছে।
বৃষ্টির পর রোদ উঠলে ভেপসা গরম
বৃষ্টি ভেজা, ঘামে ভেজা ক্লান্ত শরীর;
তবু দুই চুঁড়ি পরা হাত ইট ভাঙে নিরন্তর।
বৃষ্টি কারো কারোর জন্য রোমাঞ্চকর নয়।
বিষয়: বিবিধ
১৪৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন