স্বপ্ন ----------- আকতার হুসেন
লিখেছেন লিখেছেন আকতার হোসাইন রাসেল ০৮ ডিসেম্বর, ২০১৩, ০৬:৫৬:৩০ সন্ধ্যা
মুখ্য মন্ত্রী সেজে দিদি দেশ শাসন করে
নিজস্বার্থ ভুলে গিয়ে দাদার পকেটভরে,
টিস্যু হয়ে আছি দিদি দাদাবাবুর হাতে
দেশ বানালো মৃত্যুপুরি ক্ষমতারি লোভে।
ট্রানজীট দিল, পানি দিল, দিল সুন্দরবন
আমার দিদির একটি চাওয়া ক্ষমতার বীন
ফেলানী ঝুলে কাটাঁতারে, সীমান্ত হলো নগ্ন
কি করে বাচেঁ আমার স্বাধীন দেশের স্বপ্ন।
বিষয়: সাহিত্য
১০৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন