বুবু? ---------আকতার হুসেন।
লিখেছেন লিখেছেন আকতার হোসাইন রাসেল ২২ নভেম্বর, ২০১৩, ১০:৩৮:২৫ রাত
নষ্টা বুবুর নষ্টা খেলা
দেখবে কত এই জনতা?
সারা বাংলা পুড়িয়ে
প্রদীপ জ্বালালী গদিতে।
ফন্দি পিকির যথই করো
অগো বুবুজান?
সারা বাংল জেনে গেছে
তুমি ইন্ডিয়ান শয়তান।
দিদি আমার দিল্লি গিয়ে
তিলক পড়ে হাসে,
আবার দিদি মক্কা গিয়া
উমরা পালন করেন।
সেকুলার রানী দিদির
খতনা বিহীন ছেলে।
আলেম মেরে বুবু আমার
ইসলাম কায়েম করেন।
তেজ পাতার দোহায় দিয়ে
বিরোধীদল মারেন।
গণতনন্ত্রের মানস কন্যা
একদেশের এক নেত্রী সাজেন্।
বিষয়: সাহিত্য
১২১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন