এক পতাকা
লিখেছেন লিখেছেন আকতার হোসাইন রাসেল ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:০১:২৭ সকাল
বিতর্কের ফল জানিনা।
ওরে ইসলাম আমার প্রানের স্পন্দন
বিতর্ক কেউ করিস না।
মুসলিম আমি-মুসলিম তুমি
মুসলমানের দেশ,
তাহার মাঝে বসে কারা
ইসলামে দেয় দোষ।
কার ছায়াতে বসে তুমি
খেলো গড়িমসি?
স্পর্ধায় তোমার; হৃদয় কাঁপে
রক্ত দেয় ফিনকি।
নাই মোদের আজ ভাগাভাগি
নাই মনে আজ বিষ।
আল্লাহ এক-রাসুল এক
এক মোদের আল-কোরআন;
কিসের তরে মোদের আজি বিভক্তিতে বিনাশ?
এক পতাকা-এক ইসালামের
ছায়াতলে আসি;
ক্রান্তি লগ্ন ভাঙবো মোরা
দ্বীনকে ভালোবাসি।
বিষয়: বিবিধ
১৩৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন