কি হবে দেশের ফিউচার???
লিখেছেন লিখেছেন আমিদ ১৮ মে, ২০১৩, ০৩:৩০:১১ দুপুর
প্রতিটা দিক থেকে বাংলাদেশ আজ একটা সর্ব দিক থেকে ঝামেলার দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে।
প্রধান দল গুলো তাদের নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত।
জাতির পক্ষে এই কোনো কর্মসুচীর ডাক দিল। আবার এই উঠিয়ে নিল। মানবতা বলতে তারা তাদের রাজনৈতিক নেতা কর্মিদের মুক্তি দাবিকেই বেশি প্রাধান্য দিচ্ছে।
যুক্তি যুক্ত ভাবে অসহায়ত্বদের জন্য তাদের কিছুই করার থাকা থাকলেও তারা বসে আছে তাদের প্রচারনা নিয়ে।
আইন রক্ষাকারী বাহীনিরাও এখন বক্ষন কারী হয়ে হানা দিচ্ছে সত্য ন্যায়ের প্রতীক গুলো ঘরে ঘরে।
এই দেশের বর্তমান পরিস্থিতি।
দেশ এবং দেশের মানবতা এখন প্রশ্ন বোধক নিহ্নে উপনীত।
প্র্শ্ন সবার, কি হবে দেশের ফিউচার????
বিষয়: বিবিধ
১৩৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন