এই বুঝি মহাসেন এসে তান্ডব চালিয়ে গেল। অতঃপর মনে আকা সেই রাজনৈতিক কল্পিত পরিবর্তন..… যদি এমন হত..……

লিখেছেন লিখেছেন আমিদ ১৫ মে, ২০১৩, ০৬:০৫:৪০ সন্ধ্যা

এই বুঝি এল মহাসেন,

কেরে নিল আরো শত প্রান।

গুড়িয়ে দিল বাংলাদেশি নামক সভ্যতাকে,

মৃত্যু পুরি করে দিয়ে গেল সবুজের এই দেশটাকে।

তবুও দেশ শান্তিতে। ঝরে দুই নেত্রি মৃত্যু। প্রবীন নেতাদের অবস্থা আশক্ষা জনক। নবীন রাজনিতীবিদরা শপথ নিয়েছে এবার তারা কাধে কাধ মিলিয়ে দেশ সেবায় এগিয়ে আসবে। আল্লাহ পাক এরশাদ চাচারে বাচাইয়া রাখছে নবীন রাজনীতি বিদদের কিছুটা রাজনীতি শিক্ষা দিক্ষা দেয়ার লাইগা। অতঃপর তার কার্য শেষ করিয়া তিনিও ইহকালে পারি জমালেন।

দেশ সেবায় নামলেন দুই মুক্তি যুদ্ধ পরিবারের সন্তান তারেক আর জয়।

জামাতের শীর্ষ নেতারা জেলেতেই ইন্তেকাল করিলেন।

দাফন কাফন শেষে তরুন জামাত শিবির এবং ছাত্র লীগের পোলা পাইন নামলো দেশের সভ্যতাকে ফিরিয়ে আনতে।

হেফাজতে ইসলাম এইবার মহা সেনা থেকে দেশ রক্ষার জন্য আল্লাহর কাছে সবার হেফাজত চেয়ে দোয়া করিতে লাগিলেন।

নাস্তিক বাদীরা আল্লাহর এই ধ্বংস দেখিয়া সত্যের পথে ঈমান আনিলো।

অতঃপর দেশের প্রতিটা ধর্ম বর্ণ মিলে দেশ সেবায় নামিলো।

যেহেতো অত্যাধিক হিন্দু থাকায় ভারতকে করা হল হিন্দু স্থান। তেমনি করিয়া অত্যাধিক মুসলিম থাকায় বাংলাদেশকে মুসলিম স্থান না করিলেও সংসদে ইসলামের প্রতিটা নিয়মেই প্রতিটা অনুষ্ঠান সম্প্রচারিত হতে লাগিলো।

বাংলাদেশ এবার হয়ে উঠলো একটি সত্য এবং সুন্দরে পরি পুর্ণ দেশ।

বিষয়: রাজনীতি

১৫১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File