দুটি তারার গল্প

লিখেছেন লিখেছেন আমিদ ১৫ মে, ২০১৩, ০১:৫৪:০৪ রাত

রাতের শেষ চিহ্ন বলতে দুটি তারা,

একটি পুবে আর একটি এর একটু পশ্চিমে।

পুবের আকাশে কাল মেঘে ভরা,

আর পশ্চিমে নীলিমায় ঘেরা।

তারই মধ্যে ফুটে উঠেছে উজ্জল আলো।


তবুও তারা গুলো স্বদর্পনে দাঁড়িয়ে আছে

মিটমিট করে জলছে মধ্য রাতের মত।

তাদের মধ্যে চলছে আলো নিক্ষেপের খেলা,

যাওয়ার কোনো লক্ষন তাদের মধ্যে নেই।

কালো মেঘ গুলো উড়ে চলে যাচ্ছে তাদের পাশ দিয়ে

কখন কি ঘটতে পারে তাদের এখনো জানা নেই।


তারা গুলো কি জানে?

এখনই আলো নিয়ে উকি দিবে সুর্যি মামা

তার উজ্জল কিরণে ধ্বংস হয়ে যাবে

তারা গুলো শীতল আলো নিক্ষেপের খেলা,

ধ্বংস হয়ে যাবে একটি দিনের জন্য...।।


রাতের শেষ চিহ্ন বলতে দুটি তারা,

একটি পুবে আর একটি এর একটু পশ্চিমে।

পুবের আকাশে কাল মেঘে ভরা,

আর পশ্চিমে নীলিমায় ঘেরা।

তারই মধ্যে ফুটে উঠেছে উজ্জল আলো।


তবুও তারা গুলো স্বদর্পনে দাঁড়িয়ে আছে

মিটমিট করে জলছে মধ্য রাতের মত।

তাদের মধ্যে চলছে আলো নিক্ষেপের খেলা,

যাওয়ার কোনো লক্ষন তাদের মধ্যে নেই।

কালো মেঘ গুলো উড়ে চলে যাচ্ছে তাদের পাশ দিয়ে

কখন কি ঘটতে পারে তাদের এখনো জানা নেই।



তারা গুলো কি জানে?

এখনই আলো নিয়ে উকি দিবে সুর্যি মামা

তার উজ্জল কিরণে ধ্বংস হয়ে যাবে

তারা গুলো শীতল আলো নিক্ষেপের খেলা,

ধ্বংস হয়ে যাবে একটি দিনের জন্য...।।

বিষয়: সাহিত্য

২১১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File