সংবাদ মাধ্যম গুলোকে বন্ধ করছে সরকার আর কারণ তারা সত্য বলতে সর্বদা নির্ভিক। যদি এটাই অপরাধ হয়ে থাকে সকল সংবাদ মাধ্যম অতী তারা তারি বন্ধ করা হোক। এটা অনুরোধ নয় দাবি।
লিখেছেন লিখেছেন আমিদ ১৩ মে, ২০১৩, ০৪:২৮:০২ বিকাল
ভাই আপনি বলে যাচ্ছেন জামাত যুদ্ধাপরাধীর দল।
যুদ্ধা পরাধীদের দলের একটা দিগন্ত নামের
টিভি চেনেলকে কেন লাইসেন্স দেয়া হল।
আপনার প্রশ্ন থেকে বুঝা যায় যে, যেহেতু দিগন্ত
টিভি যুদ্ধাপরাধী দলের একটা চেনেল, সেহেতু এটি বন্ধ
করে দেয়া উচিত এবং সরকার এটি বন্ধ করে ঠিক কাজ করেছে। হ্যা... আমি আপনার কথাতে তখনি সহমত প্রকাশ করতাম। যখন
আপনি আপনার বাক স্বাধীনতার শক্তি দিয়ে বলতেন, দেশ
নেত্রির বেয়াই যেহেতু রাজাকার এবং রাজাকার ছিল। সেহেতু
ঐ রাজাকারকে নিজের বেয়াই করার কারনে। তাকে বেয়াই
বানানোর অপরাধে দেশ নেত্রিকে মন্ত্রি পদ থেকে বিতারিত
করে তাকে নিষিদ্দ করা হোক। আর একটা কথা। দিগন্ত কখনো জামাত শিবিরের
হয়ে কথা বলে নাই। যা বলেছে তা সরাসরি লাইভ
টেলিকাস্টের মাধ্যমে আলোনায় এসে সুন্দর ভাবে উপস্থাপন
করেছে।
কিন্তু দেশ নেত্রি হাসিনা সাহেবাইন তার দলীয় চিহ্নিত
রাজাকারদের মদনপুষ্ট করে রাখছে। এখন আপনি বলেন দুষটা কার? কাকে আগে নিষিদ্ধ করা দরকার?
হাসিনাকে নাকি দিগন্তকে। আর ৫ মে দিগন্ত টেলিভিষন বন্ধ করার প্রধান কারণ
যদি হয়ে থাকে হেফাজতে ইসলামের সমাবেশ তাদের
চেনেলে লাইভ দেখানো। তাহলে এই
দুষে একুশে টেলিভিশনকে ও বন্ধ করা হোক।
কেননা একুশে টেলিভিশনও হেফাজতে ইসলামের
আন্দোলনকে লাইভ দেখাইছে। এটা আমার অনুরুধ নয়, সরাসরি দাবি।
বিষয়: রাজনীতি
১৬২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন