গ্রেফতার করা হল শাইখুল হাদীস মাওলানা এ কে এম ইউসুফকে। দুষ একটাই '' হাদিসের আলোকে মানব জীবন ও মহা গ্রন্থ আল কোরআন কি এবং কেন? নামক দুইটি বই লিখে ইসলাম ও মুসলিমদের সত্যি কারের ইসলামী শিক্ষা দেয়া।
লিখেছেন লিখেছেন আমিদ ১২ মে, ২০১৩, ০৮:৪৯:০৭ রাত
'' হাদিসের আলোকে মানব জীবন ''
'' মহা গ্রন্থ আল-কোরআন কি ও কেন? ''
লিখেছেন '' মাওলানা AKM ইউসুফ ''
তাকে সাধারন কেহ ভাবলে ভুল হবে। বাংলাদেশের আলেমদের অভিবাবক, ইসলামি চিন্তা বিদ, হাদিস বিষারদ তিনি। বয়েস ও হবে ৮৭ বছর। একজন সাইখুল হাদীসও বটে। কিন্তু আমাদের সরকার। ভুল বল্লাম আওয়ামীলিগের সরকার তাকে আজ গ্রেফতার করলো। তার দুষ, সে একজন ইসলামিক চিন্তা বিদ। আলেমদের নেতা।
তার দুষ সে বাংলার মুসলিমদের জন্য কোরআন ও হাদিস নিয়ে ২ টি বই লিখে গিয়েছেন। তার দুষ তার বইয়ে কোনো আওয়ামীলিগি বচন নেই। সব আল্লাহ ও রাসুলের বচন।
এগুলাই তার সবচাইতে বড় দুষ। এগুলাই বর্তমান সরকারের মহামারী।
যেখানে কোরআনের ব্যাঙ্গ কারী নাস্তিক কুকুরদের ছেড়ে দেয় সরকার সেখানে ধরে নিয়ে যায় একজন প্রকৃত আলেম্কে।
সরকারের লেওরা বাহীনি এতো দিন তাকে নজর বন্ধি করে রাখার পর অবশেষে তাকে গ্রেফতার করল। দুষ একটাই, ইসলাম ও মানব শান্তির ধর্মকে মানুষের মাঝে উপস্থাপন।
বিষয়: রাজনীতি
১৬৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন