আমি -ইব্রাহিম খলিল আমিদ
লিখেছেন লিখেছেন আমিদ ১১ মে, ২০১৩, ০৮:২৯:৪৬ রাত
আমি কেমন আমি জানিনা।
জানি আমি এক অন্য মানুষ।
কারো কাছে দৃষ্টী কটু নই,
তবুও আমি এক মহান পাপী কিংবা নিকৃষ্ট আরও।
হয়তো আমার স্বপ্ন গুলো নির্ভূল ছিল।
তা তে কী ?
আমি তো নির্ভূল হতে পারিনি।
বন্ধু, ভাই, বোন, পরিবার সবই আছে আমার,
তবুও আমি একা।
হয়তো আমার কাছেই আমি একা।
এই একাকীত্বের সাথে মিশে
আমার দেখা সোনালি স্বপ্নগুলোও কি একা হয়ে যাবে...??
মিলিয়ে যাবেকি সহস্র হাহাকারের মাঝে...??
হয়তো..........।
বিষয়: সাহিত্য
১১২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন