একাকির মাঝে আমি - ইব্রাহিম খলিল আমিদ
লিখেছেন লিখেছেন আমিদ ১১ মে, ২০১৩, ১২:৫১:৩২ দুপুর
বদ্ধ গৃহে আমি আজ একাকি
বারবার জানালা দিয়ে উকি মারা
আর হাতে গুনা কয়েকটা কাজ ব্যতীত
আমার অবসর প্রতিটা মুহুর্ত।
সময় গুলো ভাবুক প্রশ্ন বিদ্ধ মনের
উত্তর গুলোকে খুজতে খুজতে চলে যায়।
কি অবিরাম ভাবনা।
যার বিস্তার চিন্তার প্রতিটা স্থানে।
বাবার গড়া সেই জনাকীর্ণ লাইব্রেরিতে
কবি গুরুর গল্প সমগ্র পড়তে পড়তে
সময় আমার বেশ কেটে যায়।
যখন একাকি মনে হয়
জট করে বিদ্রোহী কবির মুক্তমনা কবিতা গুলোতে চোখ বুলাই
কি সুন্দর লিখেছেন তিনি।।
অহ আচ্ছা, বলাইতো হলনা।
ঘরের চার দেয়ালের ভিতর থাকতে থাকতে
আজকাল বড্ড ভাবুক হয়ে গিয়েছি আমি
ভাবনা গুলোকে খাতার পাতায়
বেশ সুন্দর করেই উপস্থাপন করতে পারি।
তাতেও বেশ চলে যাচ্ছে আমার সময়।
-
বিশ্বাস করবে কিনা জানিনা,
অন্য দিনের ন্যায় আমি আর কাদিনা।
মনটা একদম পাথুরে হয়ে গেছে।
বাবা যখন বাসার গন্ডি পেরিয়ে অফিসের দিয়ে যায়
আমি শুধু চেয়ে থাকি তার দিকে
একদম খারাপ লাগেনা আমার।
সময় গুলো কাটানোর জন্য
আগে তোমার কথা ভেবে কাদতাম
কিন্তু বিশ্বাস কর
এখন আর এমন একদম কান্না হচ্ছে না
অনেক বার তোমার কাছে লিখতে চেয়েছি।
চোখের সেই দুষ্ট জলের জন্য পারিনি।
যখনি লিখতে যেতাম অনবরত পরা চোখের জলে
মুছে যেত খাতার পাতার লিখা গুলো।
আজ আর এমন হচ্ছে না মা।
এই একাকীর মাঝেও আমি আমার আমিকে
আমার মত সাজিয়ে নিয়েছি।
তোমাকে ছেড়ে আমার মাঝেই
আমাকে বিলিয়ে দিয়েছি।
ভাল থেক মা।
ভাল থেক।
বিষয়: সাহিত্য
১৩০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন