এখনি সময়...
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ০১ এপ্রিল, ২০১৩, ০৮:১২:২৩ রাত
এইদিন এনেছে আঘাত টর্নেডো চিরচেনা ঐ ব্রাহ্মণবাড়িয়ায়,
এরপরেও কি হবেনা একটুও হুঁশ, জটিল-কঠিন মনের পাড়ায় ?
এ যে নিশ্চিত আযাব-গজব, এক-অদ্বিতীয় শক্তিমান খোদা তা’য়ালার,
এইমতে; অবাধ পাপ-পঙ্কিলতারই ফসল আমাদের রোজ বেলার ।
.
এইরূপে কি থাকব ঘুমিয়ে হায় ! দু’চোখের পাতা বন্ধ রেখে ?
এখনো কি করব অপেক্ষা আরো ভয়াল আযাবের; বুক হেকে ?
এখনি উত্তম সময়, খালেচ দিলে তওবা করে ক্ষমা পাওয়ার ।
এক্ষনি সেরা সময়, আবার আল্লাহ’র রজ্জুকে শক্ত করে ধরার ।
.
এর বাইরে আমাদের নেই জানা, আর অন্য কোন গত্যন্তর !
এইপ্রকারেও কি উপায় ছেড়ে খুঁজব; অন্য কোনো পথ ভ্রমের ?
এবং নিশ্চয়ই নিশ্চয়ই জেনো, পাকড়াও হবে বড়ই ভয়ঙ্কর;
এইসকল পৃথিবী ও জীবনের মালিক-খালিক ঐ এক আল্লাহ্র ।
.
এককথায়ঃ ইনশা আল্লাহ্, করব অমেয় শোকর তাঁর, বারংবার,
এত যে নিয়ামত, রহমত ও বরকত পেয়েছি সারাটি জীবনভর ।
এটাই সংকল্প হোকনা আজ, এই উচিত যথাক্ষণেরও তরে,
একান্তে চাইব ক্ষমা ও মাগফেরাত, ঐ এক মালিকেরই পরে ।
.
এছাড়াও করতে পারি সবাই, আরো একটি অমূল্য কর্মতৎপর,
এইটুকুন বাড়াই দানের হাত, করছে যারা পার জীবন মানবেতর;
এতে ইনশা আল্লাহ্, ক্ষমা প্রক্রিয়া হবে দ্রুত থেকে আরো দ্রুততর ।
এইক্ষণেই শ্রেষ্ঠ সময় করতে সাদাকাহ অধিক, ভুলে সকল আপনপর ।
((অনুমতি ব্যাতিত কোনরূপ পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন, কপি বা শেয়ার না করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল।))
[ আপনারা সবাই নিশ্চই অবগত আছেন গত ২২ মার্চ ব্রাহ্মণবাড়িয়া তিনটি ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে ভয়াবহ টর্নেডো। এই টর্নেডোতে প্রায় ১৬০ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। মৃতের সংখ্যা বেড়ে এখন অন্তত ২৯ জনে দাঁড়িয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন গ্রামের শত শত ঘরবাড়ি হারা মানুষ দু' রাত খোলা আকাশের নিচে পার করেছেন। সামিয়ানা টাঙ্গিয়ে আবার কেউবা যা যোগাড় করা গেছে তা দিয়েই নিজের বিধ্বস্ত ভিটে বাড়িতে মাথা গোজার ঠাই করেছেন। মিডিয়া থেকে যা জানা গেছে, বর্তমানে সরকারি ত্রানের পরিমাণ অপর্যাপ্ত। এখনো সেখানে খাবার, পানি, কাপড়, বাসস্থান, ঔষধ ও চিকিৎসা সেবার ব্যাপক অভাব রয়েছে। ]
_______________________________________
রচনাকালঃ ২৯.০৩.২০১৩ ইং
তথ্য ও ছবিঃ "ব্রাহ্মণবাড়িয়াঃ একটি মানবতার ডাক"
https://www.facebook.com/events/630184590331153/)
বিষয়: বিবিধ
১০৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন