অপ্রত্যাশিত............

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ৩১ মার্চ, ২০১৩, ১০:২৫:২১ রাত

¶¶¶ এই ঘটনাটা বর্ণনা করব কি করব না, এরকম একটা দোদুল্যমান অবস্থায় লেখাটা লিখা ও প্রকাশ করা এই উদ্দেশ্যে যে, অন্তত একজনও যদি এখান থেকে স্মরণিকা পায় তবে সেটাই হবে স্বার্থকতা ¶¶¶

পূর্বতন অফিসের ফোন পেয়ে প্রভিডেন্ড ফান্ডের চেক সংগ্রহের জন্য আনুমানিক ৪ টায় বাড্ডায় পৌঁছালাম। অনেকদিন পর পূর্বের সাথীদের পেয়ে কিছু আনন্দক্ষন কাটিয়ে ও চেক সংগ্রহ করে পৌনে ৬ টার দিকে সরাসরি বাসাগামী বাসে ছড়লাম । তখনই মনে হল, হয়ত বাসায় গিয়ে মাগরিবের নামাজ পড়তে হতে পারে, জামাত ব্যাতিত । বাস অর্ধপথে আসার আগেই মাগরিবের জামাত শেষ । কি আর করা ! চিন্তা করলাম, বাসেই বসেই থাকি, বাসায় গিয়ে সালাত আদায় করে নিব আবার মনে হল, না এখানেই নেমে পড়ি ! একরকম মনের সাথে যুদ্ধ শেষ করে, বাস থেকে নেমে পড়লাম এবং মসজিদে গিয়ে ওজু করে সালাতের প্রস্তুতি নিলাম । নিয়ত করার আগে দেখলাম মিলাদ শেষে মিষ্টি বিতরণ চলছে এবং তা ও শেষ পর্যায়ে । ঐ দিকে ভ্রুক্ষেপ না করে ফরয সালাতের নিয়ত করে সালাত শুরু করলাম । তৃতীয় রাকাতের শেষ বৈঠকের সময়, একজন একটা মিষ্টির প্যাকেট পাশে রাখলে, অপ্রত্যাশিত রিযিক পেয়ে দু’কূল চাপিয়ে কান্না এল যা কোনমতেই থামানো যাচ্ছিল না, যার দরুন দয়া-দুরুদ পড়তেও সমস্যা হচ্ছিল । কোনভাবে সালাম ফিরিয়ে কোনদিকে না তাকিয়ে তিনবার আলহামদুলিল্লাহ্‌ পড়ে কান্নারত অবস্থায়ই আবার সুন্নতের নিয়ত করলাম । সুন্নত শেষ করার আগেই নাকের পানি ও চোখের পানিতে একাকার !

অথচ, এই একটু আগেইও এখানে নেমে সালাত আদায় করতে অপারগ ছিলাম । আর এখন কিনা অপ্রত্যাশিত রিযিক আমার সামনে ! আমি একটু আগেও কি চিন্তা করেছিলাম যে এখানে আমার জন্য রিযিকের ব্যাবস্থা আছে ? সুবহানাল্লাহ ! আল্লাহ্‌ চাইলে যে কোন সময় যে কোন উসিলায় আমার-আপনার জন্য রিযিকের ব্যাবস্থা করতে পারে যা কিনা আমরা কল্পনাও করতে পারব না ! (এই কথাটা আমরা মানলেও আমাদের অন্তরে দৃঢ়তা থাকে না, যার দরুন নানাবিধ পেরেশানি চারপাশ থেকে জড়িয়ে ধরে) আলহামদুলিল্লাহ্‌ ! এভাবেই তো কৃতজ্ঞতায় মাথা নত হয়ে আসে ।

♥ ইমাম আল-গাজ্জালী (রাহিমাহুল্লাহ) বলেছেন, “আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে, তা যদি দুই পর্বতের নিচেও থাকে, তবু তা আপনার কাছে পৌঁছে যাবে । আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি, তা যদি দুই ঠোঁটের মাঝেও থাকে, তবু তা আপনার কাছে পৌঁছবে না ।” ♥

বিষয়: বিবিধ

২১৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File