খুব আরাম আয়েশের জীবন বনাম দুঃখ কষ্ট
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ৩০ মার্চ, ২০১৩, ০৯:৩৯:২১ রাত
প্রশ্নঃ আমাদের মাঝে অনেককেই দেখি যারা খুব আরাম আয়েশে জীবন কাটায়। আবার কারো কারো জীবনে দুঃখ কষ্ট লেগেই থাকে। এমন হয় কেন ?
উত্তরঃ নবী (সা) বলেন, আল্লাহ যার ভালো চান তাকে দুঃখ কষ্টে ফেলেন। [বুখারী, ৫৬৪৫]
অপর এক হাদিসে তিনি বলেন, যদি কারো উপর কোন কষ্ট আসে আল্লাহ তা'আলা এর কারণে তার গুনাহসমূহ ঝরিয়ে দেন, যেমনভাবে গাছ হতে পাতা ঝরে পড়ে। [বুখারী, ৫৬৮৪]
তাই আমাদের কারো জীবনে যদি কোন কষ্ট আসে তবে বুঝে নিতে হবে আল্লাহ এর মাধ্যমে আমাকে সঠিক পথে আনতে চান। আর একই সাথে আমার গুনাহ সমূহ মিটিয়ে দিয়ে আমাকে নিশ্পাপ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে চান। সুবহান আল্লাহ !
বিষয়: বিবিধ
১২৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন