ঝরনা ধারায় অবগাহন
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ০৬ জুলাই, ২০১৪, ১১:২৮:৪৫ রাত
আকাশে আজ একফোঁটা ও মেঘ নেই
নেই বিন্দুমাত্র আলো-আঁধারের খেলা
সেজেছে তুলতুলে কিছু মেঘের কঙ্কণে
ঘামছেনা আর ক্ষনে ক্ষনে খেয়ালের বশে
.
সমীরনে এঁকে যায় সুখের অচলায়তন
বুকে লিখে দেয় প্রশান্তির সে পরশ ধারা
নিয়ে আসে বারতা রাশি, সবুজ চিঠির
শৃঙ্খলিত ঝঞ্ঝা পাশে ফিরবে না আর
.
নদীর বুকে বেড়ারা স্রোত স্ফীত হয়ে
মাছের দল খলখলিয়ে ঊঠছে সদা-ই
নিম্নদেশের তরুলতাও সে কি মগ্নতায়
বালুকা কনা খেলছে কি মধুর আবেশে
.
বনবীথি গাইছে এক সুরে এক ধ্যানে
বসন্ত আবেশী ছোঁয়া জেগেছে প্রাণে প্রাণ
মুখরিত হচ্ছে সব মায়ামাখা কলতানে
ছায়াসমেত সকল মন এক তীর্থ তীরে
.
এক টুকরো আলো আজ সবার ঘরে
বাঁধন কেটে নতুন করে নাঁটাইয়ে যুক্ত
পবিত্র করতঃ মগ্ন অনুক্ষণ, দিবস-যামী
সুরে সুর বেঁধে চলি সব, প্রিয়তর হতে
____________________________________________________
রচনাকালঃ ০৩.০৭.২০১৪ ঈসায়ী
[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
বিষয়: বিবিধ
১৮১৩ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব ভাল লাগলো পিলাচ - কই?
জাযাকাল্লাহ খাইরান...
খুব ভাল লাগলো পিলাচ - কই?
বুকে লিখে দেয় প্রশান্তির সে পরশ ধারা
নিয়ে আসে বারতা রাশি, সবুজ চিঠির
শৃঙ্খলিত ঝঞ্ঝা পাশে ফিরবে না আর
সুবহান আল্লাহ ! সত্যি অসাধারণ ! কিভাবে যে এত সুন্দর করে লেখেন !
দু'আর দরখাস্ত রইলো আপু, যেন আমরা সবাই আর-রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি।
সুন্দর হয়েছে ভাল লাগলো
মন্তব্য করতে লগইন করুন