✎✎ প্রথম কাতারে স্বলাত আদায় করার ফযীলত
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ০২ জুলাই, ২০১৪, ১০:১৭:২৭ রাত
আমরা অনেক সময় মাসজিদের সামনের কাতারে জায়গা ফাঁকা রেখে পেছনের কাতারে স্বলাত আদায় করি। সামনের বা প্রথম কাতারের মর্যাদা বা ফজিলত না জানা থাকার কারণে আমরা কত বড় সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। প্রথম কাতারে স্বলাত আদায় করার কয়েকটি ফযীলত বর্ণনা করা হলো:-
✯ প্রথম ফযীলতঃ
আবদুল্লাহ ইবনুূু ইউসুফ (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থকে বর্ণিত, রসূল (সাঃ) বলেছেনঃ আযানে ও #প্রথম কাতারে কী (ফযীলত) রয়েছে, তা যদি লোকেরা জানত, কুরআহর (লটারী) মাধ্যমে নির্বাচন ব্যতীত এ সুযোগ লাভ করা যদি সম্ভব না হত, তাহলে অবশ্যই তারা কুরআহর মাধ্যমে সিদ্ধান্ত নিত। যুহরের স্বলাত আউয়াল ওয়াক্তে আদায় করার মধ্যে কী (ফযীলত) রয়েছে, যদি তারা জানত, তাহলে তারা এর জন্য প্রতিযোগিতা করত। আর ইশা ও ফজরের স্বলাতে (জামা’আতে) আদায়ের কী ফযীলত তা যদি তারা জানত, তাহলে নিঃসন্দেহে হামাগুঁড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হত। (ইসলামিক ফাউন্ডেশন | সহীহ বুখারি (ইফা) | অধ্যায়ঃ ১০/ আযান | হাদিস নাম্বার: 588)
✯ দ্বিতীয় ফযীলতঃ
ইসমাঈল ইবনুূু মাসউদ (রহঃ) উবাই ইবনুূু কাব (রাঃ) থেকে বর্ণিত, তিনি (সাঃ) বলেছেন, ......আর প্রথম সারি হলো #ফেরেশতাদের সারির ন্যায়। যদি তোমরা তার মর্যাদা জানতে তাহলে তোমরা তাতে উপস্থিত হওয়ার জন্য প্রতিযোগিতা করতে। (ইসলামিক ফাউন্ডেশন | সুনানে নাসাঈ | অধ্যায়ঃ ৮/ ইমামত | হাদিস নাম্বার: 844, সুনানে আবু দাউদ)
কুতায়বা (রহঃ), জাবির ইবনুূু সামুরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রসূল (সাঃ) আমাদের নিকট বের হয়ে বললেনঃ তোমরা কি কাতার সোজা করবে না যেরুপ #ফেরেশতাগণ তাঁদের প্রভূর সামনে কাতার সোজা করে দাঁড়ান। তাঁরা বললেন, ফেরেশতাগণ তাদের রবের সামনে কিভাবে কাতারবন্দী হয়ে দাঁড়ান? রসূল (সাঃ) বলেছেনঃ বললেনঃ তারা প্রথম কাতার পুর্ণ করেন এবং কাতারে মিশে দাড়ান (ইসলামিক ফাউন্ডেশন | সুনানে নাসাঈ | অধ্যায়ঃ ৮/ ইমামত | হাদিস নাম্বার: 817)
✯ তৃতীয় ফযীলতঃ
যুহায়র ইবনুূু হারব (রহঃ), আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রসূল (সাঃ) বলেছেনঃ পুরুষদের কাতারের মধ্যে #সর্বোৎকৃষ্ট হল প্রথম কাতার এবং সর্বনিকৃষ্ট হচ্ছে শেষ কাতার। আর স্ত্রী লোকদের কাতারের মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে শেষ কাতার (যা পুরুষের কাতার হতে দুরে থাকে), এবং সর্বনিকৃষ্ট হলো প্রথম কাতার (যদি পুরুষদের কাতারের নিকটে হয়)। (ইসলামিক ফাউন্ডেশন | সহীহ মুসলিম | অধ্যায়ঃ ৪/ কিতাবুস স্বলাত | হাদিস নাম্বার: 867)
[এই বিষয়ে জবির, ইবনুূু আব্বাস, ইবনুূু উমার, আবূ সাঈদ, উবাই, আয়িশা, ইরযায ইবনুূু সারিয়া এবং আনাস (রাঃ) থেকেও হাদিস বর্ণিত আছে। মুসলিম ৪৪০, তিরমিযী ২২৪, নাসায়ী ৮২০, আবূ দাঊদ ৬৭৮, আহমাদ ৭৩১৫, ৮২২৩, ৮২৮১, ৮৪৩০, ৮৫৮০, ৯৯১৭; দারিমী ১২৬৮। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ তারগীব ৪৮৮, সহীহ আবু দাউদ ৬৮১। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ বর্ণিত এই হাদিসটি হাসান ও সহীহ।]
✯ চতুর্থ ফযীলতঃ
আবু উমামাহ (রা থেকে হাদীস বর্ণিত হয়েছে রসুলুল্লাহ (সাঃ) বলেছেন, নিশ্চয় #আল্লাহ তা‘আলা এবং তাঁর ফেরেশ্তাগণ প্রথম সারির উপর স্বলাত পড়েন। সাহাবারা বললেন, হে আল্লাহর রসূল, দ্বিতীয় সারির উপর? তিনি (সঃ) বলেন, এবং দ্বিতীয় সারির উপরও। (মুসনাদে আহমাদ)
[আর আল্লাহ তা‘আলার স্বলাত হলঃ ফেরেশ্তাদের নিকট তাদের প্রশংসা করা আর ফেরেশ্তাদের ও নবী (সাঃ) এবং সকল মানুষের স্বলাত হলঃ দু‘আ করা ও ক্ষমা চাওয়া]
✯ পঞ্চম ফযীলতঃ
ইরবায বিন ছারিয়াহ (রা থেকে বর্ণিত তিনি রাসূল (সাঃ) থেকে বর্ণনা করেন, #রসুলুল্লাহ (সাঃ) প্রথম সারির উপর তিনবার স্বলাত পাঠ করেছেন এবং দ্বিতীয় সারির উপর একবার স্বলাত পাঠ করেছেন। (নাসায়ী)
ইবনে মাজাহ এর শব্দ হলোঃ তিনি (সাঃ) প্রথম সারির জন্য তিনবার #ইস্তেগফার করতেন এবং দ্বিতীয় সারির জন্য একবার ইস্তেগফার করতেন। (ইবনে মাজাহ)
কুতায়বা (রহঃ), আবূ হুরায়রা বর্নিত, ......তিনি (সঃ) প্রথম কাতারের জন্য #তিনবার এবং দ্বিতীয় কাতারের জন্য একবার #মাগফিরাতের দুআ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন | জামে তিরমিজী | অধ্যায়ঃ ২/ সালাত (নামায) | হাদিস নাম্বার: 224)
আল্লাহ্ আমাদের বুঝার এবং সে অনুযায়ী আমল করার তাওফিক দিন। আমীন
বিষয়: বিবিধ
১৭২৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব ভালো লাগ্লো...
জাযাকাল্লাহ...
দু'আর দরখাস্ত রইলো আপু, যেন আমরা সবাই আর-রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি।
মন্তব্য করতে লগইন করুন