আরক্তিম সূর্যটা
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১৭ জুন, ২০১৪, ১১:৪৬:১৩ রাত
দুরন্ত মানসে স্বপ্ন ভাঙ্গে, সেই চিরচেনা নীড়ে
বিক্ষোভে পাড়ি জমাচ্ছি তাই, শাহ্বাজ ভীড়ে
পাথুরে বিঘ্নতা বুনেছে দেখো, কত কারসাজি
তীক্ষতায় মেখে, চেতনায় সাজছে ডিগবাজি
.
এলোমেলো পদভারে আহত রয়, গহন আলো
বুকটান করা হুংকারে, এ বিদ্যুৎ বারতা এলো
অবিরাম ছুটা সেনানী ডাকছে, অশেষ ফাগুনে
মাথা উঁচু করা ফৌজ সাজে, রনঃতরী আগুনে
.
স্বেচ্ছায় চলে অকুতোভয়, নেই মনে পরাজয়
মৃত্যু বৃক্ষ মানেনা তান্ডব, বক্ষে ধরে তাল-লয়
সত্য সঞ্চয়ে নির-আপস খুনের ছবিটা আঁকা
অম্লান মহাপুরুষ, উদ্দাম যুগের মানসে ছাঁকা
.
রাত্রির শেষ অবধি, পরাভবে ডরবে না ঝঞ্ঝা
বিষের পাত্রেও, শেরগিল দেখে আরক্ত মাঞ্জা
বক্ষে বেদনার সমাচার জেনেও, বিকশিত সব
ক্ষুর ধ্বনি আনে সাথে, কম্পিত হেরা অনুভব
.
দুর্বার পথ কোণে শরাহত মানে না কোন শোক
ডুবে যাওয়া সূর্য উদ্ভাসে, নত নয় ভিন্ন লোক
অমলিন ভূমিকার তীব্রতা, আনে কত বিপর্যয়
নুয়ে পড়া প্রেরণায় জন্মে, অন্তরীন বিস্ময় জয়
.
ছল-ছল চোখে কূল ভাঙ্গে, আকাশ-ও রক্তিম
ঘাতে জ্বলেও, ঢেউ তোলে উৎসাহী আরক্তিম
মেলা তিথী লড়ে জীবনে বাঁধায়, গভীর ক্ষরন
লোকালয়ে প্রান বীথি, কথিত শ্লোক বৈ স্ফুরন
_______________________________________________________
রচনাকালঃ ০৫.০৬.২০১৪ ঈসায়ী
[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
বিষয়: বিবিধ
১১৯৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার জানামতে, কবিতাতে একটি ও বানান ভুল নেই, যা কিনা "ফেরারি মন" বলেছেন। তবে, কমেন্টে একটি ভুল হয়ে গেছে :D :P
মন্তব্য করতে লগইন করুন