তুমি তুমি তুমি
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১৬ মে, ২০১৪, ১০:৩০:১২ রাত
কাছেও তুমি, দূরেও তুমি
থাকো মোর আশে-পাশে
ভাসাও তুমি, ডুবাও তুমি
আসো আমারি বাস-এ
.
বসে থাকো, মিশে থাকো
মনের কোঠর চারিপাশে
খানিক বাদেই লুকোচুরি
আরো আপন হবার আশে
.
ভালোবাসি, সমুদ্রে ভাসি
বলিবো সে কথা কেমনে?
বুকের কোনে চেপে রাখি
পাহাড় রাখে ধরা যেমনে!
.
ব্যক্ত করেছি ইশারায় কত
জমিয়ে রাখা ভাবের ফাগুন
চাতক নয়ন রোমাঞ্চিত হয়
লাগবে ভেবে সুখের আগুন
.
চন্দ্র আলোয় তোমায় দেখি
মোহন শিফন শাড়ির ভাজে
চাঁদ ও লুকায় লাজুক চোখে
মাধুর্যে, তোমার মত না যে!
.
তারারা হাসে তোমায় দেখে
রিনিঝিনি নুপুর ধ্বনি সাজে
ব্যস্ত প্রহরগুলি অলস হয়েছে
মন বসেনা আর কোন কাজে
.
গোলকধাঁধায় পড়ে আছি যে
কমনীয় পরশ ও ভাবালুতায়
হৃদয়ের ঘরে লাগাম দিবো?
কেমন করে, কোন ছুতায়?
______________________________________________
রচনাকালঃ ২৪.০৪.২০১৪ ঈসায়ী
[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
বিষয়: বিবিধ
১০৪৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বলিবো সে কথা কেমনে?
বুকের কোনে চেপে রাখি
পাহাড় রাখে ধরা যেমনে
একদম মনের কথাটাই লিখেছেন। ম্যানি ম্যানি থেংকস
দুয়া করবেন ভাইয়া/আপু
তুমি তুমি তুমি
লিখছো ভালো বেশ।
দুয়াতে স্মরন রাখবেন ভাইয়া।
মন্তব্য করতে লগইন করুন