প্রেমাস্পদ
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ২৪ এপ্রিল, ২০১৪, ১০:৫৪:১৫ রাত
আঁধারের বুক চিরে, যেমনি ফুটে বহু স্বপ্ন মুকুল
তেমনি করে চাই মহামহিম তোরে, হয়ে আকুল
মিনারে মিনারে ভাসে যবে, প্রেমেরই মধুর সুর
প্রেমাস্পদ হয়ে ছুটে আসি, থাকিনা যতই সূদূর
.
প্রতি কদমে ব্যাথাতুর আমি, আরো হই নিকটে
নাহি ছেড়ে দাও দুটি হাত, কি সুখ কি সংকটে
পাগলপারা প্রেমের টানে, হেরে যেতে করি ক্রন্দন
এ ব্যাকুলতা আদরনীয় বটে, নাহি অরন্যে রোদন
.
তব প্রেমের প্রথম সিঁড়িতে, যেন না হারাই কূল
মুছে দাও বিচ্ছেদ দহন, অগ্নিগর্ভ-গ্নানিময় ভুল
আগিয়ে নাও সরল পথে, করে প্রিয়তে শামিল
মোহাচ্ছন্ন রেখো প্রশান্তি নহরে, ধুয়ে যত বেমিল
.
তোমারি ভয়ে কেঁদে কেঁদে সারা, এই দুটি চোখ
দিনের প্রহরায়, রাত্রি জাগরনে হয়ে উঠে উন্মুখ
রেখোনা মোরে দুনিয়ার ঝকমারিতে মাতাল-প্রায়
নূরের আলোতে প্রবৃত্তি-কলি যেন, দিশাহীন ধায়
.
মরুপথে রেখো অটল, করোনা রেখে হেন নিস্ফল
তব দ্বারেই কামনা করি সব, জানি হবেনা বিফল
ক্ষমো মোরে মালিক, মুছে অতীতের গর্হিত কাজ
রাজী-খুশি হয়ে হাশরেতে, দিও পরিয়ে নূরের তাজ
.
ঈমানদ্বার না করে নিওনা উঠিয়ে, ধরাধাম থেকে
শামিল করো সত্যান্বেষী দলে, জাহেলিয়াত ছেঁকে
জিহাদী তাক্ববীরে কম্পিত হোক আকাশ-বাতাস
শহীদি রক্তস্রোতে করো মোর, সকল পাপের নাশ
______________________________________
রচনাকালঃ ০১.০৩.২০১৪ ঈসায়ী
[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
বিষয়: বিবিধ
১০৭২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাজাকুমুল্লাহু খাইরান, ভাইয়া সাথে থাকার জন্য
জ্বী না! আমি নতুন না! এক বছর ধরে আপনাদের সাথে আছি। আর, কবিতার হাতেখড়ি ও এক বছর ধরে। আমি এই ব্লগে ৭০+ কবিতা প্রকাশ করেছি, আর বেশীরভাগ ইসলামিক। চাইলে সময় করে দেখে নিতে পারেন।
যাজাকুমুল্লাহু খাইরান
ছন্দবদ্ধ সুর দিয়ে হামদ-নাথ করার কাজগুলো না হয় আপনি করে দিন।
মন্তব্য করতে লগইন করুন