মামা-চাচা ছাড়া চাকুরী পাওয়ার উপায়!!!!
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ২১ এপ্রিল, ২০১৪, ১০:১৮:৪২ রাত
একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এর EEE Department থেকে সম্প্রতি পাশ করা একজন ভাই মেসেজ দিয়ে জানিয়েছেনঃ
- একটু পেরেশানিতে আছি। আমার জন্যও দোয়া করবেন। ৬ মাস হয়ে গেল, চাকরির কোন খোঁজ নাই। খুবই খারাপ লাগতেসে। তাও ধৈর্য ধরে আছি আলহামদুলিল্লাহ। কিন্তু ইদানিং প্রায়ই খুব খারাপ লাগে। এই চাকরীটা হয়ে গেলে অনেক কাজ করার পথ হয়ে যায়। এ পর্যন্ত ওদের স্ট্যাট অনুযায়ী ১১৩+ আবেদন করছি। আর এছাড়াও এমন অনেক আছে ওদের থেকে সার্কুলার নিয়ে নিজে মেইল করসি। আর এগুলা এছাড়াও অন্যান্য আবেদন তো আছেই। কিন্তু কেউই ডাকতেসে না। এটাই হলো সমস্যা। যে সার্কুলার গুলা হয় সব গুলাই এপ্লাই করি। বাদ দেইনা কোনটাই। বাদ দেয়ার মধ্যে শুধু ব্যাংকিং এর যে সার্কুলারগুলা সেগুলা। এছাড়া বাকি সবই তো করি।
- ইনশা আল্লাহ্ হয়ে যাবে। বিডি জবস এবং প্রথম আলো জবস সহ অন্যান্য জব সাইটে গনহারে আবেদন করতে থাকেন। আমার প্রথম চাকুরির জন্য টানা ৪ মাস, প্রতিদিন ৪/৫ ঘন্টা করে অনলাইনে আবেদন করেছিলাম। ২/৩ বছরের অভিজ্ঞতা চাইলেও আবেদন করা থেকে বিরত থাকিনি। আমি প্রথম চাকুরির জন্য শুধু অনলাইনেই ৪১০+ আবেদন করি। সাথে অফলাইনে আবেদন তো ছিলোই! আপনার এখনো ৩০০ বাকি আছে। সবগুলো জব সাইটে আবেদন করবেন। যেমনঃ
1. http://www.bdjobs.com
2. http://www.prothom-alojobs.com
3. http://www.independentjobs.com
4. http://www.ittefaqjobs.com
5. http://www.chakrimela.com
6. http://www.deshjobs.com
7. http://www.jobsa1.com
8. http://www.alljobsbd.blogspot.com
9. http://www.amarcareer.com
10. http://www.chakri.com.bd
11. http://www.jobsabroad-bd.com
12. http://www.chakrirbazaar.com
13. http://www.jobsbd-online.blogspot.com
14. http://www.notunchakri.com
15. http://www.allbanglanewspapers.com
16. http://www.bdjobstoday.com
17. http://www.bdjobstoday.com
18. http://www.bdchakori.com
19. http://www.bdwebguide.com/bdjobs.htm
20. http://www.alljobsbd.com
21. http://www.jobsbangladesh.com
22. http://www.careernews24.com/job-sites
23. http://www.jobsinbd.com
24. http://www.jobsteambd.com
- আপনি কি এই সবগুলায় সিভি দিসিলেন? বাই দ্য ওয়ে, আপনার ৪০০+ থেকে কয় জায়গা থেকে ডাকসিলো? আমি যেন হতাশ হয়ে না যাই সেজন্য জিজ্ঞেস করলাম...
- মোটামুটি অনেকগুলোতেই দিছি। সবচেয়ে বেশী এ্যাক্টিভ ছিলাম বিডি জবস, প্রথম আলো জবস, চাকরিমেলা ডট কম এবং জবস এ ওয়ান ডট কম - এ তে। অনেকগুলো সাইট নতুন হয়েছে। প্রায় ১০টা প্রতিষ্ঠান থেকে ডাক পেয়েছিলাম। চাকুরী হয়েছিল ৪/৫ টা তে। বেতন/সুবিধাদি/শর্তাবলী/কাজের পরিবেশ পছন্দ না হওয়াতে বাকিগুলোতে জয়েন করিনি।
শেষ পরামর্শ হচ্ছেঃ
১. হতাশ না হয়ে ভালোভাবে চেষ্টা করতে থাকুন।
২. নিজের উপর আস্থা রাখুন।
৩. ভালোভাবে পড়াশুনা করে প্রস্তুতি নিন।
৪. আল্লাহ্র উপর ভরসা রাখুন।
৫. ইনশা আল্লাহ্ হয়ে যাবে।
- আজকেই এগুলায় সিভি আপডেট করবো ইনশাআল্লাহ।
[[ ঐ ভাইকে দেয়া পরামর্শ। কারো কাজে লাগতে পারে ভেবে ব্লগে দিলাম। ]]
বিষয়: বিবিধ
৩৯৮০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি আসলে ২য়/৩য় ইন্টারভিউতেই ভালো একটা চাকুরী পাই কিন্তু ২ বছরের বন্ডে সাইন করতে হবে দেখে জয়েন করিনি।
এতো দেখছি পুরাই গবেষনা ।
আপনাকে নোবেল দেয়া হোক।
আমি আপনার কাছ থেকে, নোবেল পুরস্কারের অপেক্ষায় রইলাম।
আল্লাহ্ আমাদের প্রচেষ্টাগুলোকে আরো আরো সহজ করে দিন। আমীন
তবে শুধু চাকরির পিছনে না দেীরে নিজে কিছু করার চেষ্টা করা উচিত। কারন চাকরির থেকে কৃষি বা ব্যবসায় রিজিক বেশি।
মন্তব্য করতে লগইন করুন