কি চেয়েছি, কি পেয়েছি

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ২৬ মার্চ, ২০১৪, ০৫:৩৩:৩২ বিকাল



মিছে মামলায় হাজত খাটছে দেখো, কতনা ভগিনি-সহোদর

কিছু মাল খসালেই নাকি, রিমান্ড অব্যাহতি দেয় জালিম-চর

নেতা-নেত্রীর বাড়ি আগুনের সেঁকা খায় কত, আমারি বোন

কু-চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরে দেখো, ভাই-বন্ধু-আপনজন

.

পরদেশে, রাষ্ট্রদূতের ঘরে লাঞ্ছিত-নির্যাতিত হয় আমার ভাই

ও মা! এমন স্বদেশের কথা, কোথায়ও তো তুমি শুনো নাই

হাসপাতাল পাওনার কমতিতে, বিক্রয় করে নবাগত সন্তান

চেয়ে দেখো, আসছে ধেয়ে নষ্টামিতে ভরা ফ্ল্যাশ মবের বান

.

সোনার ছেলে বিমানে চড়েই হাউমাউ কাঁদে, মা কে ভেবে

লাশ হয়ে ফিরলে তবে, এই ছেলের রক্তের দাম কে দেবে?

ছয়-চার মারা খেলোয়াড় দেখো, কতনা অশ্লিল ভঙ্গি করে

আবার, এরেই নাকি পূজনীয় ভেবে লোকের ফুলঝুড়ি ঝরে

.

নির্বাচনের ছ’মাস না যেতেই, কলাগাছ হচ্ছে চামচিকার দল

এরাই নাকি বাংলাকে ভালোবাসে, কেমনে বিশ্বাস করি, বল?

জোর করে গাওয়ানো জাতীয় সঙ্গীতে, কেন ব্যয় ৯০ কোটি?

একটু ভালো করে দেখলে বুঝি, পিছনে আছে আমলার টুটি

.

বর্ষাকালেই হিড়িক পড়ে কেন সরকারী কাজের তাবেদারী?

দু-মাস যেতে না যেতেই রাস্তা বলে, ছেড়ে দে, সইতে নারি!

আমার খরচে তৈরী হওয়া ফ্লাইওভারে দ্বিগুন টোল দিতে হয়

মাগো! এখন নাকি রাস্তায় টোল লাগবে, কেমনে প্রাণে সয়?

.

নেতার আগমনে কোমল শিশুদের রোদে দাঁড়িয়ে থাকা কেন?

ক’দিন বাদে এ নেতাই বলবে, দেশটাকে কিনেছি যে, জানো?

প্রতিবেশী বাবুর ঘরে পাঠাই রাশি রাশি ইলিশ ও শাড়ির বহর

একহাতে গ্রহন করে প্রভু, অন্য হাতে আটকায় পানির নহর

.

৯০ শতাংশ মুসলিমের দেশে বাঙ্গালী জাতীয়তা নিয়ে টানাটানি

দাঁড়ি-টুপি-আলেম দেখলেই, সেকুলারদের কেন এত চুলকানি?

ইসলামের সাথে তোদের যদি, এতটাই থাকে অঘোষিত সংঘাত

কথায় কথায় হুজুর ডেকে, করিস কেন কুর‘আন তেলাওয়াত?

.

বিলাতে, দেশী নারীর নগ্ন বুকে লিখা থাকে, মেড ইন বাংলাদেশ

ক্রিকেট মাঠে এক সবাই, বাকি ঐক্য সব বাদ, আহা! বেশ বেশ!

সতীর্থের মাথা কাটছি হেসে; দল আগে, কোথাকার আবার ভাই!

রাত-দিন চেতনাবাজি করছি সকলে, আসল চেতনার খবর নাই

.

বিদেশী প্রভুর মতে-ইংগিতে চলবে কেন দেশের পুতুল সরকার?

পরিজনহারা বলেই বুঝি, প্রভুর দেশে জমাবি উপরি-রোজগার!

গোলামীর শৃঙ্খল-রাহু মুক্ত হতে; করেছি কত ত্যাগ, কত প্রয়াস

এক জালেমের বিদায়ে, আরেকজনের কাছে কেন মাথা নোয়াস?

.

বহু আগেই স্বাধীনতা পেয়েছি মাগো, স্বাধীন তো কখনোই হইনি

কলংকের এহেন বোঝা বয়েছি শুধু, সাফল্যের মুকুট কভূ বইনি

সোনার দেশকে ভালোবাসি সবাই, করে সোনার মানুষ দূর-ছার!

এই যদি হয় বাংলার রুপ, চর্মচোখে দেখতে চাইনা মাগো, আর!

_____________________________________

রচনাকালঃ ২৬.০৪.২০১৪ ঈসায়ী

[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]

বিষয়: বিবিধ

১১৪৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198322
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫১
মেঘ ভাঙা রোদ লিখেছেন : বহু আগেই স্বাধীনতা পেয়েছি মাগো, স্বাধীন তো কখনোই হইনি
কলংকের এহেন বোঝা বয়েছি শুধু, সাফল্যের মুকুট কভূ বইনি
সোনার দেশকে ভালোবাসি সবাই, করে সোনার মানুষ দূর-ছার!
এই যদি হয় বাংলার রুপ, চর্মচোখে দেখতে চাইনা মাগো, আর!

চমৎকার লিখেছেন। পড়ে অনেক ভালো লাগলো তাই অনেক ধন্যবাদ
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০০
148277
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : আরো অনেক অনেক অসংগতি আছে, সবকিছু তুলে আনতে পারিনি। Worried Worried Worried Worried Worried
198581
২৭ মার্চ ২০১৪ সকাল ০৭:২৪
বৃত্তের বাইরে লিখেছেন : কবিতার প্রতিটা শব্দ সত্য এবং বাস্তব। স্বাধীনতা দিবস উপলক্ষে কবিতাটা স্টিকি হওয়া উচিত ছিল। চমত্কার লিখেছেন। ধন্যবাদ আপনাকে Good Luck Good Luck Good Luck
২৭ মার্চ ২০১৪ দুপুর ০২:১১
148587
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : দেশ এগিয়ে যাচ্ছে এবং তার সাথে পাল্লা দিয়ে অনাচারগুলোও আমাদের চিন্তাধারার গন্ডি পাড়ি দিয়ে কল্পনার রাজ্যকেও ছাড়িয়ে যাচ্ছে! Worried Worried Worried Crying Crying Crying
198871
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
ভিশু লিখেছেন : দারুণ!
সুন্দর লিখেছেন!
এবারের মেলায় আপনারও কি কোনো বই বের হয়েছে, বা ভবিষ্যতে প্ল্যান আছে?!
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
148769
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : আল হামদুলিল্লাহ! Praying Praying
না, ভাইয়া! এবারের মেলায় কোন বই বের হয়নি! তবে ভবিষ্যতে বই বের করার ইচ্ছা আছে, যদি আল্লাহ্‌ সহায় হোন। Happy Happy Happy
199921
২৯ মার্চ ২০১৪ রাত ০৮:০০
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে। লেখাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লেগেছে।
২৯ মার্চ ২০১৪ রাত ১০:২১
149647
তৌহিদুল ইসলাম তানিন লিখেছেন : জেনে আমার ও ভালো লাগলো ভাইয়া। সতত অনুপ্রেরণাদানে অনেক শুকরিয়া ও শুভকামনা জানাই। Happy Happy Love Struck Love Struck Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File