হারিয়েছি বেড়াজালে
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১১ জানুয়ারি, ২০১৪, ০৯:৫২:১৮ রাত
আমি আলেয়াকে আলোর প্রমিত উৎস ভেবে,
গতিহীন রই, অপার-গহীন আঁধারের জালে
তিমির ঘন, মায়াবী পথের মাঝে চলে চলে,
সত্যের সন্ধান হেরেছি, সেই কোন কালে!
.
দিশাহীন মরুর পথে, একাকি হাঁটতে গিয়ে,
মরিচিকাকে ভেবেছি অথৈ সমুদ্রের জল!
মিথ্যে আশায় বুক বেঁধে, এতই চলেছি যে!
দুমড়ে-মুছড়ে গেছে আজ বুকের যত বল।
.
ভেবেছিনু, আমার আবার কিসের ভয়!
বালির বাঁধ দিয়েই দলাবো হাজারো কালি,
হায়! এতে ও বুঝি পরাজয় লিখা ছিলো!
বালিও শেষে ধরা দিল, হয়ে চোরাবালি।
.
আলোর সন্ধান করে প্রভাতের প্রথম প্রহরে,
একাকি হেঁটে এসেছি কতইনা অচেনা বন্দর।
নিজের ভুলেই আজ, টুঁটেছে শঙ্কাহীন চিত্ত
স্বপ্নের মাঝে বসত করে, কুয়াশার ঘন চাদর।
.
চোখে ভ্রান্তি নামক রঙিন এক চশমা এঁটে,
নিত্য ঘুরে বেড়িয়েছি প্রজাপ্রতিদের দলে।
আহা! এতেও, দুষ্টু বালকের হাতে লাঞ্ছিত!
ক্লান্ত-পরিশ্রান্ত-নিঃস্ব আজ, শেষ বিকেলে।
________________________________________________________
রচনাকালঃ ১৩.১১.২০১৩ ঈসায়ী[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
বিষয়: বিবিধ
১৩৮৫ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকেও ধন্যবাদ, উৎসাহ প্রদানের জন্য।
আর হ্যাঁ, আমার ব্লগে স্বাগতম। প্রকাশিত প্রায় ৬৩ টা কবিতা আছে। চাইলে, সময় করে দেখতে পারেন।
জাযাকাল্লাহু খাইরান
ধন্যবাদ ও শুভেচ্ছা
শুভেচ্ছা জানুন সতত .....
কবি বলে যায় শুধু কবিতার কথা
তাই নিয়ে পাঠকের নেই মাথা ব্যথা
পাঠক তো চায় শুধু মজা আর মজা
মজার রাজ্যে পাঠক অনুগত প্রজা
দুয়ার দরখাস্ত রইল।
শুভেচ্ছা জানবেন, আপু।
মন্তব্য করতে লগইন করুন