তোমরা যারা...
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ৩০ ডিসেম্বর, ২০১৩, ০২:০১:৩৮ দুপুর
তোমরা যারা দেশ গেলো! ওরে, দেশ গেলো!
বলে বাংলার আকাশ-বাতাস প্রকম্পিত করো!
বিভিন্ন ধাঁচের আচার-অনুষ্ঠানের নামে শহীদ
ভাইদের ঘুম ভাঙ্গাতে পুস্পস্তবক অপর্ন করো!
দেশকে ‘মা’ বলে নিত্য পূজা-অর্চনা ও করো!
.
তোমরা যারা জুতা পায়ে শহীদ মিনারে উঠা
ঘোরতর পাপ বলে বলে, মুখে ফেনা তোলো!
আবার, ১৬ ই ডিসেম্বরে পবিত্র জুতার নিচেই
দলিত-মথিত করেই, একহাত দেখিয়ে দাও!
অজান্তে ভুল হয়েছে বলে, কত ক্ষমাও চাও!
.
তোমরা যারা গনতন্ত্রের রক্ষক, মানসকন্যা
বলে সবখানে নিজেকে জাহির করে বেড়াও!
আবার, নিজেই সংবিধান ধারা পরিবর্তন করে
জোরে-সোরে গনতন্ত্রের গলাও টিপে ধরো!
এ দেশকে ভারত-মাতার কাছে বিক্রী করো!
.
তোমরা যারা জাতীয় পতাকার মান-সম্মান
রক্ষাকল্পে অকাতরে প্রাণ দিতে উদ্যত হও!
আবার, একই পতাকা অন্যরা তৈরী করতে
গেলে, হীন স্বার্থ রক্ষার্থে দর্জিকে জেলে পুরো!
‘ঊকাব’কে বুটের আঘাতে ক্ষত-বিক্ষত করো!
.
তোমরা যারা মসজিদের যত মুমিন-মুসল্লিদের
গন-গ্রেফতার করার নব্য নজির সৃষ্টি করো!
মসজিদ-মাদ্রাসাকে জঙ্গি সৃষ্টির কারখানা বলো!
আবার, ভোট ভিক্ষা করতে গিয়ে, সব এলাকায়
নতুন মসজিদ তৈরীর বাচ্চাভুলানো কথা বলো!
.
তোমরা যারা দেশের আনাচে-কানাচে কুর’আন,
সুন্নাহ্ ও মদিনা সনদের ধারা কায়েম করতে চাও!
নিজেই আলেম বণে ইসলামের ফতোয়া দেও!
আবার, শরীয়াহ্’র নিয়ম-নীতির কথা উঠলেই
চুলকানির পাউডার দিতে মোটেও ভুলো না!
.
তোমরা যারা অবাধ-নিরপেক্ষ নির্বাচনের কথা
বলে বোকা জনগণের সামনে কত মূলা ঝুলাও!
নির্বাচনে থাকবে না বললে, নজরবন্দীও করো!
আবার, নির্বাচনে অংশগ্রহনের যাবতীয় রাস্তা
রুদ্ধ করে অসুরের ন্যায় শয়তানি হাসি হাসো!
.
তোমরা যারা আটত্রিশ বছর আগের স্বজাতি ও
পঁচে যাওয়া গলিত লাশের বিচারে তৎপর হও!
আর, নতুন করে তাজা রক্ত-বন্যা বইয়ে দাও!
এবং রুপকথার বইয়ের পাতা থেকে উঠে এসে
রক্তচোষা ডাইনি বুড়ি হিসেবে আবির্ভূত হও!
_______________________________________________
রচনাকালঃ ৩০.১২.২০১৩ ঈসায়ী[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
বিষয়: বিবিধ
১৪৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন