বিষফোঁড়া
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ২৮ ডিসেম্বর, ২০১৩, ০১:০৬:৩৪ দুপুর
যেখানে, যখনই ফেরাঊনের আধিপত্য হয়
সেখানে একজন মূসা (আঃ) ও বর্তমান রয়
ভন্ডামি করে দু’চার দিন ঘাড়ে চেপে বসা যায়
কিন্তু অন্তরে বসা তো, দিবাস্বপ্ন বৈ কিছু নয়!
.
বীভৎসতায় পরিপূর্ণ কতনা নমরুদী যুগ গেল!
ইব্রাহিমের (আঃ) অভাব হয়নি কোন কালেই!
সত্য রাহে চলেছে কেউ, কেউবা মিথ্যে মোহে
ভব পারে, কেউ কোনকালেই চিরস্থায়ী হয়নি
.
রক্তের হোলি খেলে, তখ্তে তো অনেকেই ছিল!
কেউ কি দরবেশ বণে গেছে, কোনো কালে?
বুর্জুয়া-পেটুয়া বাহিনী লেলিয়েও নিস্তার পায়নি
পরিণতি কালো হরফেই লেখা, ইতিহাস বুকে
.
জালিমের স্থান আস্তাকুঁড়েই হয়েছে যুগে যুগে
বিদায় ক্ষনও আনন্দঘন ছিলো, বলে না কেউ
জানাযায় আট-দশজন লোকও পাওয়া যায় নি
একদলা থুথু ও ঘৃনার বানী কভূ পিছু ছাড়েনি
.
এক জীবনের সুখে, কত ধনের পাহাড় লাগে?
সাতরং অস্তপাটে নিম্বলিত সূর্য-বুকেও রয় না
যথেচ্ছ কূটচাল দিয়েই দাই’ঊসদের আবির্ভাব
পিপিলিকার পাখা কিন্তু মরিবার তরেই গজায়
.
মসনদে বসলে চাটুকারের অভাব হয়না কভূ!
তথাপি, সুযোগে কামড় দিতেও পিছপা হয় না
বিকৃত বুদ্ধি-বিবেকের সিদ্ধান্ত অসফলই রয়!
সময়ান্তে, অত্যাচার-নির্যাতন কি বিজয় আনে?
.
অযোগ্য লোক চালকের আসনেও, অযোগ্যই
যোগ্যতা সের দরে কিনা যায়না, হাট-বাজারে
নির্দিষ্ট সময় পর্যন্তই অবকাশ ক্ষন বহাল থাকে
দুই চোখের পাতা এক হতে, মুহুর্তও লাগেনা!
.
শয়তানী শক্তি ভর করেই বহু অসুরের সৃষ্টি
জুলুম-নিপীড়ন-নিষ্পেষণ পরাজয় ঠেকাবে?
অপেক্ষা শুধু বিষফোঁড়া বধকল্পে, রাহ্বারের
ধূসর হবেই মিথ্যাচার, নিথর রবে জোচ্চুরি
____________________________________________
রচনাকালঃ ২৬.১২.২০১৩ ঈসায়ী[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
বিষয়: বিবিধ
১৫১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন