শুধুই কি জন্ম?

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ২২ ডিসেম্বর, ২০১৩, ১০:৩৩:১০ রাত



নিখিল ধরা পরে দারুচিনি দ্বীপ বলে কিছুই নেই

সবই মোহ ও ত্বা’গুতে আচ্ছাদিত ভ্রান্ত গোলাপ

ক্ষনস্থায়ীত্ব লভ্যে কতনা অমারাত্রি অভিযোজন!

চোরাবালি জেনেও, স্বেচ্ছায় পা-কে গলিয়ে দিচ্ছি

.

এক-একটি দিন খরচ করে ভাবছি, বড়-ই হচ্ছি!

বয়ে যাওয়া তাবৎ সময় কেমনে আত্ম হিস্যা হয়?

সুশোভিত বাগান-পাশ পাড়ি দিয়েই, প্রমিত গন্তব্য

গতিক্রমে, সুবাস বৈ আস্ত ফুল কেন তুলতে চাই!

.

কত ঊচ্ছ্বাস, কত আলোক অন্বেষণে বেরুতে হবে

অথচ আমি কিনা ঘুরপাক খাচ্ছি গহ্বরের অতলে!

নিয়ত হেরেছি, রুহানী জগতে কৃত আমারি ওয়াদা

বারযাখের জীবনকে এড়াতে কত প্রাণান্তকর চেষ্টা!

.

শুধু উত্তম ফসল বুননের হেতুই শস্যক্ষেত্রে উত্তরণ

সবুজ-শ্যামলিমায় আচ্ছাদিত ঘর একটু দূরেই থাকে

পরীক্ষাগারে তো কভূ চিরস্থায়ী আবাস সৃজিত হয়না

এরপরেও হীরা-কাঞ্চনে খচিত আঙ্গিনাকেই পর করি

.

জাগতিক লেনদেন সমান ও সমানুপাতিক হারেই ঘটে

বাইরের সবই জুলুম, ঔদ্ধ্যত্য ও অত্যাচারে পরিগণিত

এত তাওবা-এস্তেগফারের সুযোগ কোন রাজাই দেয়না!

সাত গুন-সাতশত গুন বা অসীম হিসেবেও বিনিময় নেই

.

কোন রাহমাত-নেয়ামাতকে প্রত্যাখ্যান করার জো আছে!

হেরার আলো অন্তরের অন্তঃস্থলে প্রবেশে, আর কি বাকি?

শুভদয়ের আবির্ভাবে, কতটা বসন্তকে খসাতে হবে, ভবে?

বিষ-পেয়ালা লভ্যক্ষন স্তব্ধ হলেই যে, সর্ব কপাট এঁটে রবে

_____________________________________________

রচনাকালঃ ২১.১২.২০১৩ ঈসায়ী

[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]

বিষয়: বিবিধ

১৫৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File