হেসে নে!

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১৩ ডিসেম্বর, ২০১৩, ১২:০৭:০২ রাত



হৈ হৈ রবে, রক্তকমল ফুটেছে দেখো!

ফুটেছে কতইনা আহাজারির ফুল

উজাড় করা লহু বানে, রঞ্জিত হতে

রাজপথ করেনি, এতটুকু ও ভুল!

.

বিলিয়েছে জান, শিঁকেয় উঠেছে মান

হারিয়েছে চেনা পরিজন, সহায়-সম্বল

কোথায় ভাতৃত্ব? কিসের জাতীয়তা?

মানবতার গায়ে হেন গনতন্ত্রের কম্বল!

.

ধোঁয়াশার জালে বন্দী, শান্তি কপোতেরা

ঢেকেছে আজ, সকল অন্তঃকরন বল

টাটকা লাশের পাহাড় দলিয়ে তোরা

আর কতদূর যাবি, পাষাণ ওরে, বল!

.

মালিকের পূর্ণ আস্থা ও বিশ্বাস মাড়িয়ে,

ধরেছিস তোরা ধর্মনিরপেক্ষতার সংবিধান

ক্ষমতার লোভে অন্ধ; জঙ্গীবাদী উৎস বলে

অভিহিত করছিস সুন্নাহ্ ও কুর'আন!

.

ইসলামের বিরুদ্ধাচারন-অবমাননা করতে

এইটুকুনও বুঝি, কাঁপেনা কুৎসিত জিভ?

আল্লাহ্‌র সাম্রাজ্যে, নবাব সাজিস তোরাই!

আবার বিধান রচিস, নাড়িয়ে বাতিল নিভ!

.

মুক্তচিন্তা ও ভাবপ্রকাশের স্বাধীনতার নামে

তোরা চাস, নাস্তিকতা-সমকামিতার উত্থান!

কাদিয়ানি-নাস্তিক-মুরতাদের কাঁধে ভর করে

ফিরাবি, আস্তাকুঁড়ে নিক্ষেপিত কালের পুরান?

.

নারী-পুরুষের বেলেল্লাপনা, অবাধ বিচরণে

আনন্দিত আত্মায়, নব্য লাত-উজ্জা-মানাত

মোমবাতি প্রজ্বলন, অনাচার আর ব্যভিচারে

কায়েম চাস সর্বাগ্রে, আবার জাহেলিয়াত?

.

মসজিদের নগরী, চিরচেনা ঢাকাকে কেন

করতে চাস মূর্তিময় কালো নগরীতে রূপান্তর?

রাস্তার মোড় ও কলেজ-ভার্সিটির মূর্তিকে

অবাধে দিচ্ছিস, শিল্পকলা-ভাস্কর্যের নামান্তর

.

হেসে নে! আর বেশী দিন নেই তোদের!

এই সুযোগে যতটুকু পারিস, বাড় বেড়ে নে!

মাওলার ভয়াবহ পাঁকড়াও অতি নিকটেই!

খাবি ধরা শেষতক নিশ্চয়, সমানে-সমানে!

_____________________________________________

রচনাকালঃ ১২.১২.২০১৩ ঈসায়ী

[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]

বিষয়: বিবিধ

১২২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File