দীর্ঘশ্বাস!

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ২২ নভেম্বর, ২০১৩, ১২:৩৯:১৮ দুপুর



নিশ্চুপ, ঘন-কালো, চির অন্ধকার পরশে

হারিয়েছি যেন, ধীর-অচেনা কোনো ভিড়ে

আর পারছি না! ক্লান্ত, পুরোই পরিশ্রান্ত!

অস্ফুট দীর্ঘশ্বাস আজ, বিদীর্ন বুক চিরে

.

হাসি মিলিয়েছে, মিলিয়েছে সুখের উত্তাপ

আহ্‌! চিনচিনে ব্যাথা কেন বুকের কোনে!

অসীম শুন্যতার আবেশে, ধরেছি বক্রবাক

ডান-বাম, দুটি অলিন্দ-ই বন্ধ; এই ক্ষনে!

.

একি! আকাশে-বাতাসে শুনি কিসের ডাক!

নিশ্বাসে নেই কেন সজীবতার নির্মল গান!

স্থির হয়ে ঘুরছি নিরবধি একই বৃত্তের মোহে

পদে পদে নিখাদ-ধূসর অসাড়তার আহ্বান

.

নিখিল ধরনী জুড়ে যত ঝঞ্ঝা-বন্ধুর পথ

হারিয়েছি, চেনা সকল গতিপথের সন্ধান

অদ্য, লোভাতুর প্রতিটি স্বপ্নই ফিকে হয়ে

দোদুল্যমানতায়, কিভাবে হবো আগুয়ান

.

হায়! অস্থিমজ্জা জুড়ে শত-সহস্র ব্যাথা

দু'দিনের মেলায় ঘুরেছি শুধু লাভের ভাগাড়ে

দিব্য দৃষ্টি জুড়ে, ধরাকে সরা জ্ঞানের মূর্তি

বঞ্ছিত-লাঞ্ছিত জীবনের প্রতিটি মোড়ে!

.

যাত্রীরা সব দ্রুত পদে পার হয়ে যাচ্ছে

আমি কূলে একাকী দাঁড়িয়ে আছি যেন!

হাতে নেই কোন টিকিট, কোন সম্বল

সুদীর্ঘ দুর্ঘম-দুস্তর পথে হারিয়েছি হেন!

.

আলো চাই, এক টুকরো সতেজ আলো

কর্ণে চাইনা আর বাতিলের আহাজারি!

কালিমা পাহাড় ধুয়ে-মুছে হোক পবিত্র

পূর্ণীদের কাতার চাই; হয়ে শোকর গুজারি

________________________________________________

রচনাকালঃ ৩০.১০.২০১৩ ঈসায়ী

[ আমার ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]

বিষয়: বিবিধ

১৩৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File