কান্নার ধ্বনি

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ০৭ নভেম্বর, ২০১৩, ০২:০৬:১৫ দুপুর



অন্তরাত্মায় জাগ্রুক কান্নার সুর-ধ্বনি,

তোমার দরবারে কি মোটেও পৌঁছে না !

দিবা-নিশি এত ডাকার পরেও প্রভু,

চোখের অশ্রু কেন, একটুও ঘোঁচে না !

.

তাওবাতুন নসুহা'র সুরে ডাকছি

সারা ক্বলব জুড়েই যেন রক্তক্ষরন !

শিখিয়ে দাওনা তুমি, হে অধিপতি !

কিভাবে স্মরিলে, করবেই আমায় বরন !

.

যত ভ্রান্তি, যত পাপ; আমার অতীতে

সবই নফস ও ইবলিশের বিনাশী কুমন্ত্রনায়

পারছি না সইতে এ তমসাচ্ছন্ন চন্দ্রগ্রহন !

রেখোনা ফেলে অভাগারে, আর যন্ত্রনায় !

.

আরত্ত পাপের পাহাড়-সমুদ্র দলিয়ে

পূণ্যের বাগিচায় পরিবর্তিত করে দাও

ফেরেশ্তাদের মাঝে নাম ঘোষিত করে

আমায়, আরো বেশী আপন করে নাও

.

আমি ক্ষমা চাই, সত্যিই ক্ষমা চাই !

সব ভুল স্বীকার করে, বিনীত স্বরে

পণ করছি; হবেনা অগ্রে, মাফি দাও

পড়ে আছি, তোমারই আরশ পরে !

.

বিদূরিত করো আধাঁর-কালো, সযতনে

সেভাবেই চালাও, যাতে তুমি খুশি হও

তব মোহাব্বতের সবুজ চাদরে ঢেকে

প্রিয় বান্দাদের দলে শামিল করে লও

___________________________________

রচনাকালঃ ০৪.১১.২০১৩ ঈসায়ী

[ ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]

বিষয়: বিবিধ

১২৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File