নব্য নীতি, লব্ধ ভীতি

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ২৯ অক্টোবর, ২০১৩, ০৪:১৫:৪৬ বিকাল



ওরে, ও কৃষ্ণচূড়া!

ফাগুনের আগুনবিহীন, কোত্থেকে পেলি রক্তঝরা লাল?

নিয়েছিস কি রঙ তবে,

আমার ভাইদের শরীর বেয়ে গড়ানো, হেন রক্তপাল!

.

ওরে, ও শিমুল-পলাশ!

কেন তোদের প্রতিটি পরতে পরতে আগুন তেজ?

তবে কি তোরা ও নিচ্ছিস,

ভাইদের রক্ত কনিকায় বহমান অগ্নিস্ফুলিঙ্গ, সতেজ!

.

হায়রে, পিচঢালা কালো পথ!

কেন আজ তুই রক্তের সাগরে ভেসে ভেসে, রঙ্গিন?

তবে তুই ও কি, সাক্ষী বুঝি!

হায়েনার হিংস্রতায়, নিষ্পাপে, অহর্নিশ চলছে যে সঙ্গিন!

.

আসলো বুঝি আবারো নীতির যুদ্ধ!

কান পাতলেই কেন শুনি গোলা-বারুদের আওয়াজ?

সবাই তো একই রক্তে রাঙ্গা,

কেন তবে ধরছে সবাই, নিরন্তর যুদ্ধের এহেন সাজ!

.

ওরে, আমার প্রানের ভাইরা!

আল্লাহর আঈন ছেড়ে ধরছিস কেন, বাতিল পশ্চিমা ঢাল?

রক্তের ভাজে ভাজে এতই উত্তাপ?

তবে খরচ করছিস না কেন, খিলাফাত কায়েমের কাল?

.

ধরবি যতদিন পশ্চিমা নীতি!

জানিস তবে, লাঞ্ছিত-বঞ্ছিত চিরদিন হবিই, হবি!

চেয়ে দেখ আজ, মিশর পানে!

সত্য পথের তরে ভ্রান্তির নীতি; লাভ বৈ ক্ষতি স'বি!

_____________________________________________

রচনাকালঃ ২৯.১০.২০১৩ ঈসায়ী

[ ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]

বিষয়: বিবিধ

৮৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File