ঈদের খুশি

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১৫ অক্টোবর, ২০১৩, ১১:৪৩:২৭ রাত



ঈদের খুশি জাগুক প্রাণে

আসুক প্রশান্তি, সবখানে

জাগুক সাড়া, মনের পাড়া

আসুক খুশি, বাঁধনহারা।

.

ক্লেশসকল, যাবো ছাড়িয়ে

পর্বতসমঃ ব্যাথা মাড়িয়ে

হাসি ফুটুক, সকল মুখে

অশ্রুবিহীন, শান্তি বুকে

.

আমরা যত পাপী-তাপী

পাইগো যেন খোদার মাফি

তাঁরই রহমের পরশ ধারা

অংকিত হোক, ক্বলব পাড়া

.

খোদাই হোক মোদের নাম

প্রিয় বান্দাদের নথি ও খাম

লাগুক গায়ে ঈমানী সিল

আসুক মনে ভ্রাতৃত্ব-মিল

.

মনের সাথে মন মিলাবো

প্রতি পদেই হাসি বিলাবো

হারিয়ে যাবো জান্নাতি সুরে

অজানা কোন গহীন পুরে

.

অবসাদের শত পর্দা ছিঁড়ে

ফিরব আজি অনুরাগ নীড়ে

চোখে প্রমোদ সুরমা আঁকা

ঈদের হাসি মেলেছে পাখা

.

_____________________________________________

রচনাকালঃ ১৫.১০.২০১৩ ঈসায়ী

[ ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]

বিষয়: বিবিধ

১৩৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File