'অ' তে অনুরাগ, ‘আ’ তে আমি

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ১০:০২:৪৫ রাত



আমি শুধু তোমারই কাছে আসি

আর, একমাত্র তোমাকেই ভালোবাসি

কতটুকু? একটিবার, দুটিবার; না, না!

অজস্রবাররে চেয়েও একটু বেশী।

.

কি ভাবছ? আমি বাড়িয়ে বলছি?

আরে না! তা হতে যাবে কেন?

তোমার মন আঙ্গিনার পথ ধরেইতো,

এই আমি, অপার পথে হেঁটে চলছি।

.

এখনো বিশ্বাস হচ্ছেনা আমায়?

ধুর বোকা! এতটা প্রত্যয়হীন হলে চলে?

অনন্যা এই তোমায় ভালো না বেসে,

কোথায়-ই-বা রাঙ্গা হবো, প্রেম ছোঁয়ায়!

.

এখন আবার বসে বসে কি ভাবছ?

কিভাবে শোধ করবে এই ভালোবাসা?

বোকা! সব কিছু কি শোধ করা চলে?

কিচ্ছু লাগবে না! শুধু বলো আমারই আছো!

.

আরে! আরে! কাঁদছ কেন আবার?

আমি কি বেশি কিছু চেয়ে ফেলেছি?

থাক! থাক! তা-ও বলা লাগবে না!

মনে মনে বল, তুমি শুধুই আমার।

.

কি হলো! কান্না আরো বাড়ছে কেন?

এই মেয়ে! এতটা খেয়ালী কেন তুমি?

চাইলেই মেঘবিহীন ঝরঝর বৃষ্টি নামাও!

চাইলেই রোদের বন্যায় ভাসাও যেন!

.

এবার শান্ত-স্থির হয়ে, একটু হাসো!

আর, শুধু আমারই পাশে থাকবে কিনা বলো!

আমি আর কিচ্ছু চাইনা! না, কিচ্ছু না!

এতেই মহাখুশি, যদি জীবনভর পাশে বসো।

___________________________________________________

রচনাকালঃ ২১.০৯.২০১৩ ঈসায়ী

[ ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]


বিষয়: বিবিধ

১১৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File