ভাসমান তারা
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ২৮ আগস্ট, ২০১৩, ০৫:৪০:৪০ বিকাল
আমার আগে, আমার পিছে
মনের উপর, মনের নিচে
তুমি তুমি, শুধুই তুমি
রাঙ্গা ভালোবাসার, স্বপ্ন চুমি
.
আসো ধীরে, আসো ফিরে
বারে বারে, শান্ত নীড়ে
গল্প চলে, মন বলে
দৃপ্ত ভালোবাসার, কলা-কৌশলে
.
হবে হবে, আশা পুরন
সুখ শান্তি, যত অফুরান
তুমি আমি, হবো কাছাকাছি
মন গাইবে, নাচি নাচি
.
রাজ্য জুড়ে, তুমি আমি
মোদের প্রেম, অনেক দামি
নেইতো উজির, নেইতো নাজির
চাইলেই হবো, আমি হাজির
.
আর কি চাও, আমার কাছে ?
সদা আছি, তোমার পাছে
বলার আগেই, হবো হাজির
রানী তুমি, পাবে খাতির
.
মাথার উপর, সুখ আসমান
তারার ন্যায়, হবো ভাসমান
রেখো সাহস, আমি আছি
সারা জীবন, তোমার পাশ-ই
.
_______________________________________________
রচনাকালঃ ১৩.০৫.২০১৩ ইং
[ ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
বিষয়: বিবিধ
১৪৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন