জোনাকি

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ২০ আগস্ট, ২০১৩, ০২:০২:০৮ দুপুর



"সত্যিকারের জোনাকির ছবি". Photo Credit: Tauhidul Islam Tanin (Me). Captured Date: 17.03.2013 @ BST 07:05 pm

নিভে গেছে সব আলো

জেগেছে অন্ধকার কালো

মন আজ নেই ভালো !

কি করি ! কি করি ! বলো ?

.

চুপচাপ সব পাড়া

মনকে দিচ্ছে নাড়া

কেউ কি দিবে সাড়া ?

দূর করতে যত মনঃজরা ।

.

আমি হাঁটছি একা পথে

নেই আজ কেউ সাথে

ছেড়ে গেছে সব প্রাঃতে

আমায় রেখে একাকী রাতে ।

.

পড়লো চোখে জোনাকি পোকা

আমিতো নই অত বোকা !

বারবার খাবো যে ধোঁকা !

নিতে আরো কষ্টের ঝাঁকা ।

.

হাঁটছি আমি অপার হয়ে

শুধু সাহস বুকে লয়ে

অতীতের শত ক্লেশ বয়ে

সব দুখ, কষ্ট সয়ে ।

.

কি করি ! কি করি ! এই ক্ষন

মানেনা তো এই মন

কি করে করব ক্ষমন

সব’ই জালিম, দুষ্টু যখন ।

.

শেষে, বোধোদয় হলো তবে

করব ক্ষমন আজ স’বে

কি লাভ বাড়িয়ে শত্রু ভবে

চাইব বিচার হাশরে যবে ।

.

মালিক আমার শ্রেষ্ঠ বিচারক

হওনা তুমি যতই প্রতারক !

খাবেই ধরা শেষ তক

নিশ্চয়ই রসুল (সঃ) সত্য প্রচারক ।

____________________________________________

রচনাকালঃ ০২.০৫.২০১৩ ইং

[ ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]

বিষয়: বিবিধ

৩২৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File