মাহেন্দ্র উপলব্ধি (ঈদের শুভেচ্ছা সহ)
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ০৯ আগস্ট, ২০১৩, ০৫:১৮:৩৪ সকাল
হাসিখুশি থাকুক আমারই ভাইটি, সারাটি বছর ধরে
কান্না যেন একটুও না ছোঁয়, তারই নির্মল অন্তর ঘরে ।
ভুলেছে আজ মলিনতা, ভুলেছে যত ব্যাথার গ্লানি
এ দিনই যেন শেষ দিন হয়, শত দুখের জের টানি ।
.
কয়টা টাকা-ই বা লাগে কিনতে, ও মুখভরা হাসি ?
ভালোবাসার বান ডাকুক সর্বদা, ঢেউয়ে নিত্য ভাসি ।
হেন ভাব-ভঙ্গি, উপেক্ষা আসেনা যেন; মনের দু’কূল চেপে !
আজ থেকে আর দিইনা যেন, ভালোবাসা মেপে-মেপে ।
.
কত ভালোবাসার খনি রয়েছে পড়ে, আমাদেরই ঘর-কোনে !
একটু বন্টনে ঘাটতি হবে না, রোজ দিনের আনন্দ সনে।
বিশ্বাসবিহীন নিঃশ্বাস নিয়ে, বাঁচব আর কতক্ষন, এ ধরায় ?
প্রতিটি ক্ষনই কি শ্রেষ্ঠ নয়, অপরের নন্দিত গোলা ভরায় ?
.
হোকনা কালো, রুগ্ন; তাতে কি ! একই রক্ত বইছে শরীরে !
মহান প্রভুর বানী মেনে পানাহার দিব, এইবার সব ক্ষুধিতেরে ।
সাম্যতা জাগুক আজ প্রতিটি প্রানে, সামগ্রিক সাম্যের তরে
তবেই হিসেব সহজ হবে; শেষ সময়, রোজ হাশরের পরে ।
.
পরওয়ারদিগার বলবে না ডেকে, করনি নিবারন ক্ষুধা-তৃষ্ণা তুমি !
যাও, দিলেম ক্ষমা ! জান্নাতে প্রবেশ করো, মম ভালবাসা চুমি।
আজ থেকে এটাই হোক, তোমার প্রাপ্য-আকাঙ্ক্ষিত স্থায়ী আবাস
কর গ্রহন যত খুশি, আরাধ্য জান্নাতি নেয়ামত ও ফুলের সুবাস ।
.
জাগে যদি আপন হিয়া, প্রানপ্রিয় মুসলিম ভাইদের খবর-সনে
ভুলে সকল অহমবোধ, যা ছিল লুকায়িত মনের গহীন কোনে ।
পাবো প্রভুর দয়া-ভালোবাসা, জান্নাতেরই প্রতিটি আঙ্গিনা পরে
এই মাহেন্দ্র উপলব্ধি হোকনা আজ, এই ঈদের দিনেরই তরে ।
.
___________________________________________________
রচনাকালঃ ০২.০৮.২০১৩ ঈসায়ী
তাক্বব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম
(আল্লাহ্ আমার পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে দ্বীন কবুল করুন)।
সবাইকে ঈদের শুভেচ্ছা [ ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
বিষয়: বিবিধ
১৬৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন