শুদ্ধিতা

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ০৮ আগস্ট, ২০১৩, ০৫:২১:৫৬ সকাল



রহমত-বরকত-মাগফেরাত নিয়ে

সমুচ্চ রমাদ্বান এলো মোদের ঘরে ।

করেছি, করবো মোবারক গ্রহন

থাকব না, গোমরাহীর পথ ধরে !

.

গুনাহের ভারে-ভারে জর্জরিত যখন,

রমাদ্বান এসেছে মাফির কথা বলে ।

পাবো জানি, মালিকের অতুলন ক্ষমা

হব না শামিল, ধ্বংসপ্রাপ্তদের দলে !

.

শৃঙ্খলিত-মহাপাপী শয়তান থেকে,

পেয়েছি কি মুক্তির একটুকু স্বাদ ?

ছেড়েছি কি পাপাচারের করাল গ্রাস ?

নাকি হয়েছি, পূর্ণ্যই বরবাদ !

.

আমার সলাত, আমারই সিয়াম

কবুল হলো কিনা, কিছুই জানিনা !

মহিমান্বিত রমাদ্বান, নিচ্ছে বিদায়

কেউতো, কোনো খবর রাখিনা !

.

হে রহিম ! রহম দাও, এ অভাগারে

আমি যে, তব জান্নাতের আভারী ।

হে রহমান ! দয়া কর, ঘোর পাপীরে

আমি যে, সর্বোচ্চ ক্ষমার ভিখারী !

.

.

_____________________________________________

রচনাকালঃ ০৮.০৮.২০১৩ ঈসায়ী

[ ফেসবুকের বড় স্ট্যাটাসগুলো ও নোটসমূহ (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]

বিষয়: বিবিধ

১৬৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File