অগ্ন্যুৎপাত আর অধীর অপেক্ষা
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ২৯ মে, ২০১৩, ০৫:০২:১৪ বিকাল
নেত্র অস্রু ঝরছে অবিরত, প্লাবন ধারায়
পাঁজরের হাঁড়সকল ভাঙছে মুহুর্মুহুতায়
মনঃবন্দরে শুধুমাত্র আহ ! দীর্ঘশ্বাস !
বন্ধ হয়ে যাচ্ছে যেন, আমারি নিশ্বাস !
.
ছিলোনাতো কোন কালে আমারি আঙ্গিনায়
উপস্থিত; তারই কায়া, তারই ছায়
তবে কেন আসলো, কায়া-ছায়া বিনে ? কেন ?
নোঙ্গর ফেলে, জাহাজ নিয়ে চলে গেলো যেন !
.
বিরহে বিরহে জর্জরিত আজ, মন
চলছে নিরবে, অগ্ন্যুৎপাত আর ব্যাথার দহন
ভেঙ্গেছে পাঁজর, বিদিন্ন হয়েছে হৃদয়
চাইলেও হতে পারেনি, একটু সদয় !
.
মন আঙ্গিনা জুড়ে শুধুই শূন্যতা
ঘিরে আছে আমায়, একটিমাত্র দৈন্যতা
ব্যাথা জমে জমে, হয়েছে নীল পাহাড়
হাঁটছি একাকী, নেই ভালোবাসার বাহার
.
এসেছিল একরাশ তাজা ফুল হাতে
শুকনো ফুল পড়ে আছে; নিয়েছে শুধু সুবাস সাথে
আলো-আধাঁরিতে হয়েছিল কথা, মনে মন
হায় ! কথা পড়ে আছে, সাথে নিদারুণ দহন
.
জোয়ারের মত এসেছিল, শুভকামনা সাথে
সেই নদীতে জেগেছে চর, কাল প্রভাতে !
ভাঙ্গে না তো কোন ধার, উপচে ঊঠা প্রীতিময় পানিতে
চিকচিক করে বালি সেথা; কি আলো, কি আধাঁরিতে !
.
মহাসাগর ভালোবাসা বুকে, আমি নিঃসঙ্গ-একা
করছি অধীর অপেক্ষা, নিশ্চয়ই একদিন পাবো যে দেখা !
জানি আসবে ফিরে উত্তম সময়ে, বারাকাহ নিয়ে আবার
ইনশাআল্লাহ্ সাথে থাকবে, অগণন রহমত আমারি মাওলার
.
.
.
__________________________________________________
রচনাকালঃ ২৯.০৫.২০১৩ ইং
বিষয়: বিবিধ
১১৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন