আহ্বান
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ২৮ মে, ২০১৩, ০২:১৫:১৫ দুপুর
ওগো রহমান ! ওগো রহমান !
তোমারি ভালোবাসায় সিক্ত হতে,
এই অবুঝ বান্দা, করে আহ্বান ।
ওগো রহমান ! ওগো রহমান !
.
হেরেছি সদা মহা পাপে-তাপে,
হেরেছি সরল-সঠিক পথ ।
মানিনি কোন বাঁধা-নিষেধ,
মেনেছি তাগুতের ভ্রান্ত মত ।
.
ওগো রহমান ! ওগো রহমান !
কেবল তোমারি প্রিয়জন হতে
এই পাপী বান্দা করে আহ্বান,
ওগো রহমান ! ওগো রহমান !
.
দেইনি তোমার প্রাপ্য যত সম্মান !
দেইনি তোমার দ্বীনের দাওয়াত
বুঝিনি কখনো ক্বুরআন বাণী
বুঝিনি রাসূলের (ﷺ) দেখানো পথ !
.
ওগো রহমান ! ওগো রহমান !
তোমার এক যোগ্য বান্দা হতে,
এ অলস বান্দা, করে আহ্বান,
ওগো রহমান ! ওগো রহমান !
.
খুঁজিনি অন্তঃবিহীন কৃতজ্ঞতার খনি,
খুঁজিনি কোথায় রয়েছে যে সুকুন-সুখ !
হইনি নিরাশ, তোমার রহম থেকে জানি
পাইনি তবুও দৃপ্ত ঈমানে বলীয়ান বুক ।
.
ওগো রহমান ! ওগো রহমান !
তোমারি রহমতে ধন্য হতে,
এই নাদান বান্দা, করে আহ্বান ।
ওগো রহমান ! ওগো রহমান !
.
.
__________________________________________________
রচনাকালঃ ২০/০৩/২০১৩ ইং
বিষয়: বিবিধ
১০৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন