চ্যালেঞ্জ গ্রহন নয়তো ফিরে আসো

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১৭ মে, ২০১৩, ০৪:১৭:৫৪ বিকাল



দেখেছে বিশ্ব, দেখেছে সবাই

আজিকে একটি মহিমা তোঁমার ।

দেখেছে আস্তিক, দেখছে নাস্তিক

ক্ষমতা যে তোঁমার, অসীম-অপার ।

.

উপস্থিতি যদি নাইবা থাকে !

তবে কোথা হতে আসল ঝড় ?

সাহস থাকে তো দেখাও কেউ !

এরকম কিছু, না করে নড়চড় !

.

কোথা গেল তোমার নাস্তিকতা ?

কোথা গেল বাতিল, ঠুনকো বাহাদুরী ?

এখনো কেন করছো না, চ্যালেঞ্জ গ্রহন !

পারোতো দিতে কেবল, নিজেকে সুড়সুড়ি !

.

যতসব ভন্ড, গন্ড মুর্খের দল !

ভেবেছো সব করতলগত, মুষ্ঠিবদ্ধ এ জাহানের ?

ওরে ফালতু সব ! হীনকায়, ভ্রষ্ট কীটের দল !

জেনো, সব জ্ঞান ঐ মহা মহীয়ানের ।

.

যা কিছু জেনেছো, অতি তুচ্ছকায়

এ যে রহম, সেই মহান ক্ষমতাধরের ।

যা কিছু করছো গ্রহন নিত্য, ধরায়

এ যে সামান্য নিদর্শন, শুধু এক রবের ।

.

এখনো কি রাখবে চোখ বন্ধ তোমার !

দেখাবে কি হায় ! অস্থায়ী, মিথ্যা অহংকার ?

সময় থাকতে ফিরে আসো সত্যের ডাকে,

ফিরে আসো করতে গ্রহন, শান্তির আধার ।

____________________________________________________

রচনাকালঃ ১৭.০৫.২০১৩ ইং (রাত ১.০০ টা)

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File