ফেসবুক হ্যাকিং রোধে কার্যকর ১০টি টিপস
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১৬ মে, ২০১৩, ০৭:০৪:৫০ সন্ধ্যা
আজকাল দেখা যাচ্ছে, ফেসবুকে বেশকিছু আইডি এবং পেইজ হ্যাক হচ্ছে । এটা রীতিমত একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে । তাই ফেসবুকের সিকিউরিটি জোরদার করাটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছ । এই লক্ষ্যে আমি আমার স্বল্প অভিজ্ঞতা থেকে অর্জিত কিছু নিরাপত্তা কৌশল তুলে ধরছি:
১.আপনার ফেসবুক আইডিটি যদি ইমেইল ছাড়া ফোন নাম্বার দিয়ে খোলা হয় তবে সেটাতে ইমেইল আইডি (নিরাপত্তা আরো শক্তিশালী করতে ২ টি বা অধিক মেইল ইউজ করুন) এড করে নিন এবং অবশ্যই ইমেইল আইডি হাইড রাখুন । কারণ, ফোন নাম্বার দিয়ে খোলা আইডিতে অনেক সময় লগইন করতে সমস্যা হয় এবং তা হ্যাক করতেও সহজ হয় ।
২.আর যদি ইমেইল আইডি দিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন তবে, আপনি আপনার মোবাইল নাম্বারটি অ্যাড করে নিন, যাতে প্রয়োজনের সময় তা লগইন করতে সহায়ক হতে পারে এবং অবশ্যই মোবাইল নাম্বার হাইড করতে ভুলবেন না ।
৩.Login Approvals Enable করুন, এতে আপনি নিজে বা অন্য কেউ অন্য কোথাও থেকে Login করতে চাইলে বা Hack করতে চাইলে আপনার মোবাইলে একটি 6 Digit এর Code মেসেজ হিসেবে আসবে (আর, যারা Smartphone ব্যাবহার করেন তারা চাইলে Code Generator On করে দিতে পারেন এক্ষেত্রে Facebook Apps এর Code Generator থেকে ও 6 Digit এর এই Code টি পাবেন এবং এটা অনেক কাজে লাগবে যখন মেসেজ আসতে অনেক দেরী করে, তখন) এবং এই Code টি পাসওয়ার্ড এর ঘরে দিলেই Login হবে, অন্যথায় নয় । (Login notifications টি ও Enable করুন, এতে Login সংক্রান্ত মেসেজ আপনার মোবাইলে পাবেন । )
৪.আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি শক্তিশালী করার চেষ্টা করুন । এই জন্য আপনাকে যা করতে হবে-
a) আপনার পাসওয়ার্ডটি কমপক্ষে ৮-১২ অক্ষরের দেওয়ার চেষ্টা করুন ।
b) আপনার পাসওয়ার্ডটি শুধু সংখ্যা বা শুধু বর্ণ দিয়ে নয় বরং সংখ্যা আর বর্ণের সমন্বয়ের চেষ্টা করুন ।
c) পাসওয়ার্ডের মাঝে যেকোন স্থানে @ ব্যবহার করুন, এতে করে আপনার পাসওয়ার্ডটি অধিকতর শক্তিশালী এবং সুরক্ষিত হবে ।
d) ইংরেজি বর্ণ ব্যবহারের সময় সবগুলো ছোটহাতের অথবা সবগুলো বড় হাতের ব্যবহার না করে বড় হাতের এবং ছোট হাতের সমন্বয় করে ব্যবহার করুন ।
e) সংখ্যার মাঝে বর্ণ, বর্ণের মাঝে সংখ্যা, মধ্যবর্তী যেকোন জায়গায় @, এইভাবে সেট করে আপনার পাসওয়ার্ডটি শক্তিশালী করুন ।
f) মনে রাখবেন আপনার নাম, মোবাইল নাম্বার, বর্তমান সাল-মাস, আপনার জন্ম তারিখ ইত্যাদি আপনার পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন না ।
g) পাসওয়ার্ডটি যত শক্ত হোক সেটা যেন আপনার মনে রাখার উপযোগী হয়, আপনি নিজেই যেন পাসওয়ার্ডটি ভূলে না যান ।
h) পারলে মাঝে মাঝে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করুন এবং একই নিয়মে নতুন পাসওয়ার্ড সেট করুন ।
৫.যারা পেইজ চালানোর জন্য আইডি ব্যবহার করেন তাদের আইডিতে বন্ধু যথাসম্ভব কম রাখবেন । অর্থাত্ আপনার আইডিটিকে পরিচিত হতে দিবেন না, শুধুমাত্র পেইজটিকে প্রমোট করুন ।
৬.ফেসবুকে Security Question & Answer সেট করুন এবং Question & Answer দুটোই মনে রাখুন ।
৭.ফেসবুকে আপনার বন্ধুরা আপনাকে কি কি ছবি ট্যাগ করে তা খেয়াল রাখুন। কারণ, অনেক সময় লগইন করতে বন্ধুদের ট্যাগ করা ছবি শনাক্ত করার প্রয়োজন হতে পারে । আর, ট্যাগ অপশনটি Only Friend করে দিলে অনাকাঙ্ক্ষিত ট্যাগ থেকে মুক্তি পাবেন কেননা এই অনাকাঙ্ক্ষিত ট্যাগ এর কারনে আপনাকে প্রচুর পরিমানে ছবি সনাক্ত করতে বলা হবে এং যদি সনাক্ত করতে ব্যর্থ হন, তবে অ্যাকাউন্টটি কিছু নির্দিষ্ট সময়ের জন্য বা স্থায়ীভাবে ব্লক থাকবে ।
আরেকটা কাজ করতে পারেন, ট্যাগ এর ক্ষেত্রে রিভিউ অপশনটি অন করে দিলে, কেউ ট্যাগ করার পর আপনি রিভিউ করে নির্দিষ্ট করে দিতে পারবেন, কোনটা আপানার ওয়ালে অ্যাড হবে আর কোনটা হবে না । এতে করে আরেকটা বাড়তি সুবিধা পাবেন, তা হলো, কেউ নোংরা, বিতর্কিত, অপছন্দনীয় বা অনাকাঙ্ক্ষিত কিছুতে ট্যাগ করলে, আপনার রিভিউ ব্যাতীত ওয়ালে অ্যাড হবে না, যা আপনাকে অনেক বিব্রতকর পরিস্থিতি এড়াতে সহায়তা করবে ।
৮.অন্য কারো কম্পিউটার থেকে লগইন করার সময় সংশ্লিষ্ট ব্রাউজারে Remember Password অপশনটি থেকে টিক চিহ্ন মুছে ফেলুন । আর অন্য কারো মোবাইল থেকে লগইন করার সময় Remember Password অপশন আসলে তাতে No করবেন ।
৯.অন্য মোবাইল বা কম্পিউটার থেকে লগইন করার পরে ব্যবহায় শেষে অবশ্যই লগ আউট করে আসতে হবে ।
১০.ফেসবুকে আপনার আইডি নামটি যথাসম্ভব ইউনিক করার চেষ্টা করুন । এই জন্য নামটি সাধারণত তিন শব্দের হলে ভালো হয় । এক্ষেত্রে প্রথম দুটি শব্দ হতে পারে আপনার প্রাতিষ্ঠানিক নাম, এর সাথে তৃতীয় শব্দ হিসাবে আপনার ডাকনামটি যোগ করতে পারেন । যেমন: Tauhidul Islam Tanin
কোন কিছু বাদ গেলে বা কোন পরামর্শ থাকলে তা সাদরে গৃহীত হবে ।
[ সংগৃহীত এবং ব্যাপক পরিমার্জিত ]
বিষয়: বিবিধ
২৪১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন