আবদার
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১২ মে, ২০১৩, ০৭:২০:১১ সন্ধ্যা
মাটির দেহ দিয়ে পরে, পাঠালে এ ধরাতে,
মাটির দেহ মাটি হবে, আবার দু’ দিন পরেতে ।
কিবা ছিল দ্বায়িত্ব মোর, কিবা ছিল লক্ষ্য,
সুখের ছোঁয়া পেয়ে সকল, ভুলেছে এ বক্ষ ।
কোথা থেকে আসলাম, আর কোথা ছিল গতিপথ,
জীবন জুড়ে মানিনিতো, রসুলেরই (সঃ) মতামত ।
স্বপ্ন আমি দেখেছিলাম, সীমানার ও বাইরে,
জীবন সায়াহ্নে এসে দেখি, আমার কিছু নাইরে ।
কেমনে দিব জবাব আমি, কেমন হবে সওয়াল ?
আমলনামা জুড়ে শুধু, সওয়াবেরই আকাল ।
ক্ষমা আমি চাইগো তবু, ওগো মহা দয়াময়,
আলোর বেগে পার করিও, পুলসিরাতের সময় ।
থাকতে চাই জান্নাতে আর, পাইতে চাই দিদার,
মুছে সকল গুনাহখাতা, রাখিও মোর আবদার ।
.
.
.__________________________________
রচনাকালঃ ১৬.০৩.২০১৩ ইং
বিষয়: বিবিধ
৯৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন