ভালোবাসার সুদিন
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ০৯ মে, ২০১৩, ০৫:৪৫:৩৪ বিকাল
বর্ষাস্নাত এক উচ্ছ্বল দিন,
আবেগী মন, রঙে রঙিন ।
বিদ্যুৎ খেলে মন-প্রানময়,
ভালোলাগার এই কি সময় ?
আধো আলোয় তারে দেখি,
মনের কোনে শত স্বপ্ন আঁকি ।
.
অতঃপর..........................
.
বিস্ফোরিত হয় সকল ক্ষরণ,
যখনই হয় সুখের স্মরণ ।
উল্লাস ফুটে, অস্ফুট সুরে,
পেরিয়ে সকল বাধা দূরে ।
তাকিয়েই থাকি বদন মায়াময়,
ভালবাসার এইতো সময় ।।
.
.
.
[ উৎসর্গঃ ]
নিকাহযোগ্য সকল অবিবাহিত ভাই-বোনদেরকে;
আবেগের রঙকে আরেকটু রঞ্জিত করার প্রত্যয়ে। :P
______________________________________________
রচনাকালঃ ১৩.০৩.২০১৩ ইং (বারিধারায় সিক্ত এক সন্ধ্যায়)
বিষয়: বিবিধ
১০৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন