আমার শহীদি ভাই !

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ০৮ মে, ২০১৩, ০৬:০৩:০৭ সন্ধ্যা



কাঁদছি, আমি কাঁদছি...

আমার ভাইয়ের লাগিয়া !

হায়রে, ছেড়ে যায়রে...

শহীদি ঘুম পাড়িয়া !

.

যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে...

মায়ের নাড়ির বাঁধন !

পাচ্ছে, সুঘ্রান পাচ্ছে...

ঐ জান্নাতী বাগান !

.

খুশিতে, মহা খুশিতে...

রয়েছে আমার ভাই !

কাঁদেরে, মা কাঁদেরে...

তার লাগি সদাই !

.

ছাড়িয়ে, কষ্ট ছাড়িয়ে...

যাচ্ছে আমার ভাই !

মাড়িয়ে, ফুল মাড়িয়ে...

বেহেশ্তী আঙ্গিনা সদাই !

.

ভুলিব, কেমনে ভুলিব...

তুই যে আমার ভাই !

আসিব, জান্নাতে আসিব...

যদি তোর দেখা পাই !

.

জানি, এটাই জানি...

ছাড়িয়ে সকল ক্লেশ !

মানি, আমি মানি...

ধরব মোরা জান্নাতী বেশ !

.

.

.

উৎসর্গঃ ৫ ও ৬ মে, ২০১৩ এ শাহাদাত বরণকারী আমার সকল শহীদি ভাইকে ।

_________________________________________

রচনাকালঃ ০৭.০৫.২০১৩ ইং

বিষয়: বিবিধ

১২৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File