মাগো, আমি শহীদ হয়েছি...
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ০৭ মে, ২০১৩, ০৯:৪৮:২৪ রাত
মাগো, শহীদ হয়েছি বলে কাঁদছো তুমি !
ও মা চোখের জল আর ফেলোনা !
লড়েছি আমি এক আল্লাহর পথে,
এই সত্যটা মাগো ভুলোনা ।
করেছি ধারণ বুকে পাক কুরআন, আমি
যার সাথে নেই কারো তুলনা !
.
মাগো, ক্ষমা করো আমায়...
তোমার দায়িত্ব আদায় নাহি করতে পেরেছি
বাবা আর ভাইবোনকে দিও সান্তনা
আমি যে, তাদের গর্বিত করেছি
তুমি মার্জনা করো আমায়...
যত কষ্ট তোমায় দিয়েছি ।
.
মাগো, তুমি আর কেঁদোনা !
আমি আজ জান্নাত নিবাসী
সেদিনই হবে চুড়ান্ত বিজয়,
যেদিন হাসবে আমার সাথে, জান্নাতে আসি
জেনো, আমার কোন বিচার হবেনা,
জিহাদ যে সব পাপ বিনাশী !
.
মাগো, তুমি একটু সবুর করো
আর অশ্রু মুছে ফেলো,
আমি যে জান্নাত থেকে দেখছি তোমায় !
এবার হাসবে কিনা, বলো !
তুমি যে মা শহীদ জননী !
বুকে ঈমানী আগুন জ্বালো !
_____________________________________________
উৎসর্গঃ শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে শাহাদাত বরণকারী সকল শহীদি ভাইকে ।
রচনাকালঃ ০৬.০৫.২০১৩ ইং
বিষয়: বিবিধ
১৭৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন