মুসলিম জাতিই সেরা !
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ০৩ মে, ২০১৩, ০৫:১১:০০ বিকাল
নিয়ে আধোচোখ ঘুম, ঘুম ঘোর, ঘুম ভার;
অধুনা জেগেছে, সব মুসলিম জনতা আপামর ।
কত যে সয়েছে হিংস্র শ্বাপদের বিষাক্ত ছোবল;
কাল হতে মহাকাল, যুগ হতে অধিযুগ সকল ।
.
কাটিয়েছে কত বিনিদ্র রাত, চোখে নেইকো ঘুম,
তারই প্রতিশোধ তিলে তিলে নিবে আজ; কসম !
বহু সিঞ্চিত ধৈর্য ভেঙ্গেছে আজ, দাপিতের অত্যাচারে,
ঘোর অমানিশার শৃঙ্খল ভাঙিতে; কে রুখবে তারে ?
.
কে বলে, মুসলিম মিলিতে পারেনা একই ছত্রছায়ায় !
সেই ভুল ভেঙেছে আজ; সবাই একই স্রোতের ধারায় ।
ছিনিয়ে আনবে রাঙা সূর্যের সাথে, উচ্ছ্বাসিত নতুন আলো;
কে আছো আজ ! স্তব্ধ করবে জোয়ার এদের; বলো ?
.
শকুনের দল, হায়েনার দল; হও সব হুশিয়ার ,
এ গোষ্ঠী ভাঙবে আজ; যত অন্ধকার, রুদ্ধদ্বার ।
এত দৃপ্ত শপথ, কঠিন কন্ঠ আসলো কোথা হতে !
কোরআন, হাদীস আর দীপ্তিমান ঈমান; সেইতো সাথে !
.
করবে জাতি কায়েম আজ, রাশেদার খেলাফাত সর্বময়,
পারবেনা রুধিতে তাঁদেরে, ক্ষুদ্র পাজি কীট শয়-শয়।
আসবে আবার হেরার আলো, পড়বে জাহানে সাড়া;
হবে, হবেই প্রমাণ বিশ্ব দরবারে; মুসলিম জাতিই সেরা !
.
.
.
[ মুসলিম উম্মাহ'র শান্তি, সমৃদ্ধি ও শৌর্যবীর্য কামনায় ]
_________________________________________
রচনাকালঃ ২৪.০৩.২০১৩ ইং
বিষয়: বিবিধ
১১০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন