ওহে প্রাণসখী !

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ২৯ এপ্রিল, ২০১৩, ০৪:২১:৫১ বিকাল



আসবে ভালোবাসার ডালি নিয়ে,

আসবে হৃদয়কোমল স্পর্শ নিয়ে,

আসবে নিয়ে বারাকাহ্‌ মাওলার,

আসবে দ্বীন পূর্ণ করিতে আমার ।

.

তোমার প্রীতিময় মধুর স্পর্শ নিয়ে,

করব রাঙা এ জীবন আমার ।

তোমার মায়াময় মুখপানে চেয়ে

পরিশ্রান্ত এই আমি, হব শান্ত বারেবার !

.

তোমার সিঞ্চিত আধেক জ্ঞান,

আর আমার অর্জিত আধেক,

করেই পুরো হিসেব সমেত;

করব মোদের পূর্ণাংগ এক !

.

তোমার মুখের ঐ মায়াময় বর্ণছটা,

করবে দূর আঁধার, মেঘের ঘনঘটা ।

তোমার চোখের ঐ দৃপ্ত চাহনি,

জানাবে এতদিন যে, কি পাইনি !

.

তোমার প্রেমের শত-সহস্র বারিসুধা,

করেই পান মিটাবো মনঃপ্রান ক্ষুধা ।

তোমার মুখের ঐ প্রানসঞ্চারি মুক্তো হাসি,

জানাবে, আল্লাহ্‌র অপার প্রেমেই বেঁচে আছি ।

.

ওহে প্রাণসখী ! ওহে প্রাণসখী !

করছি অধীর অপেক্ষা তোমার ।

আসবে আসবে জানি নিশ্চয়ই,

এই বর্ণহীন জীবনে আমার ।

.

.

___________________________________

রচনাকালঃ ২৬.০৩.২০১৩ ইং

বিষয়: বিবিধ

১১৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File