নাস্তা তুমি !!!

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১৮ এপ্রিল, ২০১৩, ০৮:০৬:৩১ রাত



প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে বিতৃষ্ণা লাগে । আর যদি অফিসে বা অন্য কোথাও যাওয়ার তাড়াহুড়ো থাকে তাহলে তো কথাই নেই ! যদিও পিঠা পছন্দ তবে সাধারণতঃ দুইটা রুটিই খাই । আর এজন্য সবসময় আম্মুও প্যান প্যান করতে থাকে, আরো বেশী খাইনা কেন ? তবে, মাঝে মাঝেই একটা Stretegy follow করে তা হল, তিনটা রুটির আটা দিয়ে দুইটা রুটিই বানিয়ে দেয় এবং এতে ঊনিও সন্তুষ্ট আর আমিও সন্তুষ্ট !!! Love Struck Tongue

তো আজ কি হল, অন্যদিনের চেয়ে রুটি একটু বেশিই পুরু হওয়াতে সহজেই ধরে ফেললাম । আর জিজ্ঞেস করতেই চিরচেনা উত্তর, “তুমি বাড়াবা দর; আমিও বাড়াব বহর” । (আসল প্রবচন হচ্ছে, ‘তোমরা কমাবা দর; আমরাও কমাব বহর’ ।

কি আর করা ! মুখ বুজে তিনটা রুটিই (তিনটার মালমসলা দিয়ে তৈরি দুইটা আর কি !) গলধঃকরন । কেমনে কি হল ! মাম্মি ROCKZ ,আমি SHOCKZ !!!

গল্পটা এখানেই শেষ হলেই মনে হয় ভালো হত ! কিন্তু না, একটা Twist আছে । চুপি চুপি বলি, আমার পাশে থাকা আদরের বিড়াল, বিল্লু উরফে মিঊ’র সাথেও কিছুটা share করেছি । Tongue Tongue Tongue

বিষয়: বিবিধ

১৪৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File