প্রিয়জন
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১৬ এপ্রিল, ২০১৩, ০৮:৪৮:২২ রাত
স্বার্থের শৃঙ্খলে বহু, জড়িয়েছে এই মন
সাজিয়েছে কতক, বিলাসী স্বপ্নের কথন
রচিয়েছে কতকনা অকাজ, অপ্রয়োজন
করেনিতো কভু কাজ, জান্নাত প্রয়োজন
মানিনিতো আমি, তোমারি নিষেধ-বারন
বাঁধিয়েছি, কতনা ফিত্না-ফাসাদ অকারন
হিংসা-হানাহানিতে কাটিয়েছি বিশাল ক্ষন
গড়িনিতো কভু মধুর সম্প্রীতির আলাপন
স্মরিনিতো কখনো আমি, তোমারি গুনমান
করেছি অযুত-নিযুত-কোটিবার, স্বত্ব হরন
চালিয়েছি নিজেরি উপর অবিচার - নির্যাতন
করেই সদা-সর্বদা আত্মার উৎপীড়ন,কলুষন
যাচিয়াছি তবুও আমি কেবল, তোমারি ক্ষমন
পাবো জানি বারবার-শতবার, অতি দয়ালু মন
রেখো মোরে পূণ্যীদের কাতারে; ওগো রহ্মান !
পাশে থেকো জান্নাতুল ফেরদাউস, হয়ে প্রিয়জন
(( অনুমতি ব্যাতিত কোনরূপ পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন, কপি বা শেয়ার না করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল ))
বিষয়: বিবিধ
১৫৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন