প্রশ্ন

লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১০ এপ্রিল, ২০১৩, ০৮:০৩:১৮ রাত

আজ যোহরের নামাজ আদায় করে যখন মসজিদ থেকে বের হচ্ছিলাম তখন,

- আসসালামু আলাইকুম !

- ওয়ালাইকুমুস সালাম ! (একটু অবাক হয়ে)

- কি নাম তোমার ?

- মৃথিলা

- কোন ক্লাশে পড় ?

- নার্সারি তে

- মাশা আল্লাহ্‌ ।

বাচ্চাটি হিজাব পড়া ছিল এবং আরবী পড়ার জন্য মসজিদে এসেছিল (বয়স ৫ কি ৬ বছর হবে) । আর, আমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে লাজুক মুখে বারবার ওড়না ঠিক করছিল !!! মাশা আল্লাহ্‌ ! অথচ, কয়েক আগে কি দেখলাম !!!

গত রবিবার, ৩১ মার্চ ২০১৩ এ আনুমানিক বিকাল ৩.৪৫ এর সময় গুলশান ১ নং গোলচক্কর এ বাসের জন্য অপেক্ষা করছি । হঠাৎ করে, যাত্রারত তিনজন মোটর সাইকেল আরোহী দেখলাম; সম্মুখে পুরুষ, মাঝে মহিলা এবং পিছনে পুরুষ আর সবাই হেলমেট ছাড়া । প্রশ্ন হচ্ছে,

১। এরা কি এদের শারীরিক, মানসিক ও আত্মিক নিরাপত্তার কথা ভুলে গেছে ?

২। এদের লাজ-লজ্জা, শরম-হায়া ও বিবেকবোধ কি হারিয়ে ফেলেছে ?

৩। এরা কি শরীর ও মনের হিজাবের কথা একেবারেই ভুলে গেছে ?

(৯০+% মুসলিমসমৃদ্ধ এই দেশে এদেরকে মুসলিম বলেই বিবেচনা করা হয়েছে)

৪। নাকি সাতসমুদ্র, তেরো নদী পরে কোন এক অচেনা বন্দরে তা গচ্ছিত রেখে এসেছে ?

বিষয়: বিবিধ

১১৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File