জালিমের কারাগার
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ০৫ এপ্রিল, ২০১৩, ০৯:১৬:৫২ রাত
হোক শহীদ, আর হোক মুজাহিদ !
বাঙ্গালী যত তেজস্বী সৈনিক - বীর ।
লাথি মার ! ভাঙ্গরে তোরা !
বাতিলের ঐ ভ্রষ্ট জিঞ্জির ।
.
সাম্যবাদের নামে করেছে অত্যাচার,
মুসলিমের উপর, মুসলিমপ্রধান এই দেশে !
নিয়ে নামসর্বসঃ বহুরুপ বারেবার;
বাম, নাস্তিক আর ওলামা, মাশায়েখ বেশে !
.
দিয়েছে ট্যাগ - ছাগু, মূর্খ আর
করেছে অত্যাচার ঈমানী শক্তির উপর ।
জেগেছে জনতা, জেগেছে সুপ্ত ঈমান,
করবেই এবার বাতিলের উপর ভর !
.
করেছে আঘাত; হিজাব, টুপি, দাঁড়িকে !
দিয়ে বাতিল সাম্যের কুঠার ।
নিবে, নিবেই প্রতিশোধ জাতি আজ,
করেই তাগুত শক্তিকে; খোকলা, অন্তঃসার ।
.
দেখেছে জাতি শোষিতের আহাজারি,
আর গরীবের নিপীড়ন মুহুর্মুহু ।
যদিওবা করেছিল নিস্ফল আন্দোলন;
একাকি ঐক্যহীন; বহু, বহু !
.
জাতি পেয়েছে এখন অভিন্ন চাবিকাঠি;
করবে সফল এক আন্দোলন !
যে করেই হোক, চাইবে চাইবেই তারা,
অন্যায়ের হিসাব, গুন - বহুগুন ।
.
কে আছ কোথায়, কাঁথা মুড়ি দিয়ে !
এসো হে, নওজোয়ান; আড়ষ্ট জনতা আপামর ।
করবই আঘাত, আনবই বিজয়,
ভেঙ্গে-চুরে আজ, জালিমের ঐ বন্ধ কারাগার ।
[ হেফাজতে ইসলামের ঢাকা অভিমুখে লংমার্চের পূর্ণ সফলতা কামনায় ]
((অনুমতি ব্যাতিত কোনরূপ পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন, কপি বা শেয়ার না করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল))
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন