জাজিরাতুল আরব এর পুনঃবিবর্তন?
লিখেছেন লিখেছেন সাদাচোখে ০৫ জুন, ২০১৭, ০৫:১৫:৫১ বিকাল
বিসমিল্লাহির রহমানুর রাহিম।
রিএ্যাকশান সিরিজ - ১
আসসালামুআলাইকুম!
নিচের খবরটি পড়ছিলাম।
Click this link
পড়ার পর মনে হল খবরটিকে বুঝিবা দুটি ভিন্ন দৃষ্টিকোন হতে বিচার করা যায়।
ইতিহাসের বাতাবরনেঃ সমকালীন এ্যারাবিয়ান পেনিনসূলার মুশরিক তুল্য (যারা আল্লাহর পরিবর্তে অন্য রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে নিজেদের নিরাপত্তার দায়িত্বে নিয়েছে ও চুক্তিবদ্ধ হয়েছে) নিয়ন্ত্রকদের প্রি ইসলাম সমকালীন সময়ের মত বিভাজন শুরু হয়েছে। যেখানে একটি গ্রুপ সাইরাসের কিংবা খসরুর পারশিয়ান (জিয়োনিস্ট - যা এখনো দৃশ্যমান হবার অপেক্ষায়) সাপোর্ট করতে বাধ্য হচ্ছে আর অন্য অংশটি প্যাগান রুমকে সাপোর্ট করছে। নিয়ন্ত্রকদের এই এ্যালাইনমেন্ট জাজিরাতুল আরবের মুসলিমদের জন্য আল্লাহর উপর পরিপূর্নভাবে নির্ভরশীল হবার সুযোগ সৃষ্টি করছে ঠিক যেমনটি নব্যুওয়াতের ৭ম, ৮ম ও তার অব্যবহিত পরে সৃষ্টি হয়েছিল।
সমকালিন সময়ের বাতাবরনেঃ এটাকে হয়তো এভাবে দেখা সম্ভব যে, রাসুলুল্লাহ সঃ এর করা ভবিষ্যতবানি যা বোখারী ও মুসলিম এ ১১ বার উল্লেখ করা হয়েছে জয়নাব রাঃ এর রেফারেন্স এ ''আরবের ডেসট্রাকশান'' । বুঝিবা সে ডেস্ট্রাকশান পর্বটির শুরু হল।
আল্লাহ আমাদের ধৈর্য ও বোঝার তৌফিক দিন।
বিষয়: বিবিধ
১৩৮০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার
মন্তব্য করতে লগইন করুন